1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৩:০২ পূর্বাহ্ন

হোসেনপুরে অগ্নিকাণ্ডে বসতঘরসহ সব হারিয়ে নিঃস এক কৃষক পরিবার

স্টাফ রিপোর্টার,  হোসেনপুর, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ৫০ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় সর্বনাশা আগুনে বসতঘরসহ সব হারিয়ে হয়ে  নিঃস হয়ে গেছে স্বচ্ছল এক কৃষক পরিবার।

মঙ্গলবার, ৩ ডিসেম্বর রাতে উপজেলার সিদলা ইউনিয়নের গড়মাছুয়া নামাপাড়া গ্রামের কৃষক ইসমাইল মিয়ার বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সর্বনাশা অগ্নিকাণ্ডে নিঃস হওয়ার আগে  পরিবার-সন্তান নিয়ে সুখে দিন অতিবাহিত হচ্ছিল তার। মঙ্গলবার  রাতের আগুনে বসতঘর,গোয়ালঘর,গোলা ভরা ধান,দীর্ঘদিনের জমানো অর্থসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যাওয়ায় নিঃস্ব হয়ে পড়েছেন তিনি।

স্থানীয় সুত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে হঠাৎই গোয়ালঘর থেকে আগুনের সুত্রপাত ঘটে৷ সবাই যখন গভীর ঘুমে মগ্ন তখন আগুন  আরও ভয়াবহ রূপ ধারণ করতে থাকে।গোয়াল ঘর থেকে আগুন ছড়িয়ে পড়ে বসত ঘরে। পুড়ে যায় ইসমাইল মিয়ার বসত ঘর,বসত ঘরে থাকা সকল আসবাবপত্র,দলিলপত্র ও জমানো টাকা পয়সা। এছাড়াও রান্নাঘরে রাখা ১৩০ মন ধান পুড়ে শেষ হয়ে যায়। এ অগ্নিকান্ডে একই গ্রামের মিলন মিয়া,আতাব মিয়ার বসত ঘরও ভস্মীভূত হয়। তাছাড়া প্রতিবেশী স্বপন, মালেক,হেলিম,মিলন মিয়া,আতাব উদ্দিনের ৬ টি গোয়াল ঘর পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে হোসেনপুর ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে এ ঘটনায় পিয়াস মিয়া নামের এক যুবত আহত হয়েছেন। এ ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাজী নাহিদ ইভা ও হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন।

স্থানীয় বাসিন্দা ও সাবেক সেনা সদস্য আসাদ মিয়া জানান, গভীর রাতে সম্ভবত গোয়ালঘর থেকে আগুন লাগে। মুহুর্তের মধ্যেই সবকিছু পুড়ে ছাই হয়ে যায়৷ কৃষক ইসমাইল মিয়ার সবকিছু পুড়ে ছাই হয়ে গিয়েছে। অন্যদের ও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। 

হোসেনপুর ফায়ার সার্ভিসের সাবস্টেশন অফিসার শামসুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস হাজির হয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে রাস্তা সরু হওয়ায় ফায়ার গাড়ি যেতে কিছুটা সমস্যা হয়েছে। এতে প্রায় কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে বিডিচ্যানেল ফোরকে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং