
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে চোরাই মোটর সাইকেলসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার, ১৮ নভেম্বর গ্রেফতার দুইজনকে আদালতে সোপর্দ করা হয়েছে। বিডিচ্যানেল ফোরকে বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ওবায়দুর রহমান।
গ্রেফতার দুইজনের মধ্যে ফারুক আহমেদ (২৯) নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নের ডাউকি পূর্বপাড়া গ্রামের বাবুল মিয়ার ছেলে ও শাহীন মিয়া (২৬) গড়াডোবা ইউনিয়নের বড়রামপুর গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে ।
জানা যায়, উপজেলার মাইজবাগ ইউনিয়নের লক্ষীগঞ্জ বাজার সংলগ্ন মল্লিকপুর এলাকার মা-বাবার দোয়া মোটরসাইকেল সার্ভিসিং সেন্টারের সামনে চোরাই মোটরসাইকেল বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই কামরুল হাসান অভিযান চালিয়ে মোটর সাইকেলসহ দুইজনকে গ্রেফতার করে। পরে সোমবার ঈশ্বরগঞ্জ থানার এএসআই সামসুজ্জোহা বাদি হয়ে মামলা দায়ের করেন। পরে ওই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ওবায়দুর রহমান বলেন, চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। মোটরসাইকেল দুটি জব্দ করে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া অন্যান্য আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply