কিশোরগঞ্জের কুলিয়ারচরে ও কটিয়াদীতে অভিযান চালিয়ে একটি চোরাই মোটরসাইকেল ও ২শ’ ইয়াবাসহ তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের দুইটি আভিযানিক দল।
শুক্রবার, ১৫ নভেম্বর রাত ৯টার দিকে কুলিয়ারচর উপজেলার নোয়াগাও বাসস্ট্যান্ড সংলগ্ন জনৈক মাসুদ এর তেলের দোকানের সামনে চেকপোস্ট অভিযান পরিচালনা করে একটি চোরাই মোটরসাইকেলসহ মো. আমির মিয়া (৩০)কে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশের এসআই মো. মোবারক হোসেনের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল।
গ্রেফতার মো. আমির মিয়া কুলিয়ারচর উপজেলার তারাকান্দি এলাকার মৃত সুরুজ মিয়ার ছেলে।
এদিকে কটিয়াদীতে পরিচালিত অপর এক অভিযানে ২শ’ পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশের এসআই মো. রমজান আলীর নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি আভিযানিক দল।
গ্রেফতার দুইজনের মধ্যে মো. লিপন মিয়া (৪৫) নিকলী উপজেলার বনমালীপুর এলাকার মিলন মিয়ার ছেলে ও মো. বাচ্চু মিয়া (৫০) নিকলী উপজেলার শাহজানপুর আঠারবাড়ী এলাকার মৃত আনু মিয়ার ছেলে।
শুক্রবার, ১৫ অক্টোবর রাত সাড়ে ৮টার কিছু আগে কটিয়াদী উপজেলার বাট্টা চৌরাস্তায় ভূষির দোকানের সামনে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
এ বিষয়ে কুলিয়ারচর ও কটিয়াদী মডেল থানায় দুইটি পৃথক মামলা হয়েছে।
Leave a Reply