1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বুধবার, ২৬ মার্চ ২০২৫, ০৩:০৩ পূর্বাহ্ন

লুটপাটের মামলায় রশিদাবাদের সাবেক চেয়ারম্যান ইদ্রিস গ্রেফতার

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ১২৬ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জ: গীতা রানী বর্মণের বাড়ি লুট ও দখলের মামলায় গ্রেফতার রশিদাবাদ ইউপির সাবেক চেয়ারম্যান ইদ্রিস মিয়া

 

কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের ব্রাহ্মণকচুরী গ্রামের গীতা রানী বর্মণের বাড়িতে আক্রমণ ও লুটের ঘটনার মূলহোতা রশিদাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইদ্রিস মিয়া (৪০) কে ঢাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।

মঙ্গলবার, ১২ নভেম্বর সকাল সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে রাজধানীর কারওয়ান বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ইদ্রিস মিয়া কিশোরগঞ্জ সদর উপজেলার ব্রাহ্মণকচুরী গ্রামের জামাল উদ্দিনের ছেলে ও রশিদাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি লুটপাটের মামলার প্রধান আসামি।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডিচ্যানেল ফোরকে বিষয়টি জানান, র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার (সহকারী পুলিশ সুপার) মো. আব্দুল হাই চৌধুরী।

তিনি আরো জানান, গত ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকার পতনের দিন বিকাল আনুমানিক বিকেল ৩টার দিকে কিশোরঞ্জ জেলার সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইদ্রিস মিয়ার নেতৃত্বে ১০/১৫ জন দুষ্কৃতিকারী দেশীয় অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে ব্রাহ্মণ কচুরী গ্রামের বাসিন্দা প্রয়াত জয়কৃষ্ণ বর্মণের   স্ত্রী গীতা রানী বর্মণের (৬৫) বাড়িতে আক্রমন করে। অতঃপর বাড়িঘর ভাংচুর করে ২০ লাখ টাকার ক্ষতি সাধন করতঃ বাড়ির আলমারী ও সুকেস ভাংচুর করে নগদ ১৫ লাখ টাকা ও ২০ ভরি স্বর্ণালঙ্কার লুট করিয়া বাড়িটি দখল করে নেয়। ইদ্রিস মিয়া ও তার অনুসারীদের হুমকিতে ভিকটিমের পরিবারের সদস্যরা প্রাণ রক্ষার্থে বাড়িঘর ছেড়ে অন্যত্র পালিয়ে জীবন যাপন করছে।
ওই হামলার ঘটনায় গীতা রানী বর্মণ (৬৫) বাদি হয়ে কিশোরগঞ্জ জেলার সদর থানায় একটি মামলা দায়ের করেন।

মামলা রুজুর পর র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প ছায়াতদন্ত শুরু করে এবং জড়িতদের গ্রেফতারের লক্ষ্যে কার্যক্রম শুরু করে এবং অবশেষে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কিশোরগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং