1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ১০:৩২ অপরাহ্ন

কুলিয়ারচরে ৬ বছরের শিশুসহ ৩ শিশুর বিরুদ্ধে মামলা, এলাকায় নিন্দার ঝড়!

মুহাম্মদ কাইসার হামিদ, স্টাফ রিপোর্টার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ৯৩ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের কুলিয়ারচরে আবু সালমান নামে ছয় বছরের এক শিশুসহ ৩ শিশুর বিরুদ্ধে মামলা দায়ের করেছে প্রতিপক্ষ। এ ঘটনায় এলাকায় তোলপাড় ও নিন্দার ঝড় উঠেছে।

গত ২৯ সেপ্টেম্বর কুলিয়ারচর পৌর এলাকার নোয়াগাঁও বেপারি পাড়া মহল্লার মৃত আব্দুর রাজ্জাকের পুত্র মো. আবুল হাসেম বাদি হয়ে কিশোরগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমল গ্রহণকারী আদালত নং- ২ এ মামলাটি দায়ের করেন।

জানা যায়, আবুল হাসেমের সাথে প্রতিবেশী আ. ছামাদের পুত্র তমিজ উদ্দিনের জায়গা সম্পত্তি নিয়ে দীর্ঘদিন যাবত  বিরোধ ও মামলা মোকদ্দমা চলে আসছে। এ বিরোধের জেরধরে মো. আবুল হাসেম বাদী হয়ে ৬ বছরের শিশু আবু সালমান সহ তিন শিশুর বিরুদ্ধে প্রতিহিংসার বশবর্তী হয়ে আদালতে মারামারি, ভাংচুর ও চুরির অভিযোগ এনে এ মামলাটি দায়ের করেন। মামলায় তমিজ উদ্দিনসহ ৪৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৭/৮  জনকে আসামি করা হয়। মামলার আসামিদের মধ্যে উপজেলার নোয়াগাঁও বেপারি পাড়া সিরাজুম মুনিরা মাদ্রাসার নূরানী বিভাগের ছাত্র আবু সালমান (৬), উদয়ন কিন্ডারগার্টেন এন্ড স্কুলের ৮ম শ্রেণির ছাত্র আবু হুরাইরা (১৩) ও ইয়াছিন মিয়া (১৩) সহ একই পরিবারের ২২ জনকে আসামি করা হয়েছে। শিশুদেরকে এ ভাবে আসামি করে মামলা দায়ের করার কথা এলাকায় প্রচার হলে নিন্দার ঝড় উঠতে শুরু করে। 

এই ঘটনায় সালমানের পিতা মনির মিয়া বলেন, আবুল হাসেম মাস্টার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থেকে তাদের ছত্রছায়ায় বিভিন্ন ভাবে গ্রামের অনেক মানুষকে নাজেহাল করেছে। অনেকের জায়গা সম্পত্তি দখলের চেষ্টা করেছে। এই কারণে ভৈরবের জাকির মিয়া নামের এক ব্যক্তি ওই আবুল হাসেমের বিরুদ্ধে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন।

জায়গা সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে গত ৫ অগাস্ট রাত সাড়ে ৮ ঘটিকার সময় ঘটনা দেখিয়ে ওই মামলায় আমার ৬ বছরের শিশু সন্তানকে আসামি করেছে। অথচ রাতের বেলায় সালমান একা ঘর থেকে বের হতে ভয় পায়।

এ বিষয়ে আবুল হাসেমের সাথে যোগাযোগ করা হলে তিনি প্রথমে ৬ বছর ও ১৩ বছরের শিশুর নাম থাকতে পারে স্বীকার করে সাংবাদিকদের বলেন, বিষয়টি হয়তো শিশুর বড় ভাইয়ের নামের পরবর্তীতে তার নাম চলে এসেছে। তাদের সকলের নামতো সঠিক ভাবে জানা নেই, এ কারণে এমনটা হতে পারে। আবার টাইপ মিসটেক হতে পারে-এমনটাও বলছেন। পরক্ষণে আবার বলছেন এটা তদন্তের বিষয় তদন্তে যা আসবে তাই হবে।

শিশুদেরকে আসামি করে মামলা দায়ের করায় হতাশা ব্যক্ত করে কুলিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নূরুল মিল্লাত বলেন, এই ধরনের মামলায় শিশুদের মানসিকতার উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে, যা কাম্য নয়।

এ বিষয়ে জানতে কিশোরগঞ্জ পিবিআইয়ের পুলিশ সুপার মো. মিজানুর রহমানের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং