1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৯:৫৭ পূর্বাহ্ন

পাকুন্দিয়ায় পৌর বিএনপির সভাপতিকে হত্যার হুমকি যুবলীগ নেতার

এম এ হান্নান পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি।। 
  • প্রকাশিত: সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ৬২ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌর বিএনপির সভাপতি ও পাকুন্দিয়া প্রেসক্লাবের সদস্য সচিব দৈনিক দিনকাল প্রতিনিধি এসএএম মিনহাজ উদ্দিনকে (৫০) মুঠোফোনে হত্যার হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে উপজেলা যুবলীগ নেতা মো. হাবিবুর রহমান হাবুর বিরুদ্ধে। 

রবিবার, ১০ নভেম্বর দুপুর ১টার দিকে এসএএম মিনহাজ উদ্দিনের ব্যবহৃত মোবাইল নাম্বারে ফোন করে এ হত্যার হুমকি দেওয়া হয়। 

এ ঘটনায় এদিন সন্ধ্যায় ভূক্তভোগী সভাপতি মিনহাজ উদ্দিন জীবনের নিরাপত্তা চেয়ে পাকুন্দিয়া থানায় একটি সাধারণ ডায়রী (জিডি) করেছেন।

পাকুন্দিয়া থানার ডিউটি অফিসার এসআই মুনা তালুকদার বিডিচ্যানেল ফোরকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

সাধারণ ডায়রী সূত্রে জানা গেছে, রবিবার দুপুর ১টা ২১ মিনিটের সময় হাবিবুর রহমান হাবু ০১৭১৬৮১০০৪৪ নাম্বার থেকে মিনহাজ উদ্দিনের ব্যবহৃত ০১৭১১১৪৫৬৩০ নাম্বারে ফোন করে খুন-জখমসহ বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদান করে। বর্তমানে তিনি নিরাপত্তাহীনতায় আছেন। পরে তিনি নিরাপত্তার স্বার্থে পাকুন্দিয়া থানায় উপস্থিত হয়ে সাধারণ ডায়রী করেন। 

পাকুন্দিয়া পৌর বিএনপির সভাপতি এসএএম মিনহাজ উদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে একটি জমি নিয়ে হাবিবুর রহমান হাবুদের সঙ্গে আমাদের বিরোধ চলে আসছে। এ নিয়ে আদালতে মামলা করেন হাবিবুর রহমান গং। দীর্ঘ যাচাই বাছাইয়ের পর আদালত আমাদের পক্ষে রায় দেন। কিন্তু আদালতের রায় উপেক্ষা করে আমাদের রোপন করা ওই জমির ধান হাবিবুর রহমান গং জোরপূর্বক কেটে নিয়ে যেতে চেষ্টা চালায়। এতে বাধা দেওয়ায় হাবিবুর রহমান ফোন করে আমাকেসহ আমার পরিবারের সদস্যদের হত্যার হুমকিসহ অকথ্য ভাষায় গালাগাল ও ভয়ভীতি প্রদান করে। এ ঘটনায় থানায় জিডি করেছি। এছাড়াও তিনি জানান, হাবিবুর রহমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আন্দোলনকারীদের ওপরে হামলা চালান। এ নিয়ে পাকুন্দিয়া থানায় তার বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। 

এ বিষয়ে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াৎ হোসেন বলেন, এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং