1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৯:৩২ অপরাহ্ন

কুলিয়ারচরের সরকারী ভ্যাকসিন বিক্রি করা সেই স্যাকমোকে ইটনায় বদলি

মুহাম্মদ কাইসার হামিদ, স্টাফ রিপোর্টার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ৩৮ বার পড়া হয়েছে

 

 

নিজের দোষ স্বীকার করে ভুক্তভোগীদের নিকট ক্ষমা চেয়েও শেষ রক্ষা হলোনা। সরকারি ভ্যাকসিন বিক্রির অভিযোগে বিডিচ্যানেল ফোর এ সংবাদ প্রকাশের পর কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (স্যাকমো) মো. আলমগীর হোসেনকে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করা হয়েছে।

বুধবার, ৬ নভেম্বর কিশোরগঞ্জ জেলার সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম  স্বাক্ষরিত এক আদেশে তাকে নিকলী উপজেলায় বদলি করা হয়।

উল্লেখ্য, গত ২ নভেম্বর শনিবার দিবাগত রাতে উপজেলার পূর্ব ভাগলপুর গ্রামের মো. সায়েদ মিয়ার স্ত্রী মোছা. সেলিনা বেগম (৫২) শেয়ালের কামড়ে গুরুতর আহত হয়। পরদিন ৩ নভেম্বর রোববার সন্ধ্যায় চিকিৎসা করাতে তার স্বজনরা তাকে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এসময় স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (স্যাকমো) মো. আলমগীর হোসেন রোগীর পরিবারকে বলেন হাসপাতালে সরকারি ভ্যাকসিন নেই। বাইরে থেকে ভ্যাকসিন এনে দিলে তারা ভ্যাকসিন পুশ করে দিবে। যদি বাইরে থেকে কিনে এনে দিতে না পারে তা হলে তাকে দেড় হাজার টাকা দিলে তিনি নিজে বাইরে থেকে ভ্যাকসিন এনে পুশ করে দিবেন। এসময় স্যাকমো আলমগীর হোসেনের দাবি অনুযায়ী তার হাতে দেড় হাজার টাকা দেওয়ার সাথে সাথে আলমগীর হোসেন মোবাইলে কল করলে একজন যুবক ভ্যাকসিন নিয়ে হাসপাতালের জরুরি বিভাগে আসেন। ওই যুবকের নিকট থেকে ভ্যাকসিন নিয়ে রোগি সেলিনা বেগমের শরীরে পুশ করেন আলমগীর হোসেন। রোগির স্বজনরা খালি ভ্যাকসিনের বোতল সংগ্রহ করে দেখতে পান পুশকৃত ভ্যাকসিনের বোতলের গায়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার লিখা লোগো রয়েছে। যা ছিল সরকারি ভ্যাকসিন। স্বজনদের দাবি সরকারি ভ্যাকসিন বিনামূল্যে না দিয়ে টাকার বিনিময়ে দেওয়ার বিধান আছে কি না? এঘটনার বিভিন্ন যায়গায় বিচার দাবি করেন তারা।

এঘটনা নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হলে গত ৫ নভেম্বর সকালে ভুক্তভোগীদের বাড়ি ও একটি দোকানে গিয়ে নিজের দোষ স্বীকার করে মো.আলমগীর হোসেন দু’হাত জোর করে ক্ষমা চেয়ে বলেন এধরণের কাজ আর কোনদিন করবেন না তিনি। পরে ওইদিন সকালে একাধিক ভুক্তভোগিসহ অর্ধশত লোক নিয়ে স্যাকমো মো. আলমগীর হোসেনের বিরুদ্ধে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেন শেয়ালের কামড়ে আহত রোগির ছেলে মো. নাজিম (২৫) ও আরেক ভুক্তভোগী উপজেলার সালুয়া ইউনিয়নের কান্দুলিয়া গ্রামের ফাতেমা নামে এক নারী। তার অভিযোগ তার ছেলেকে ভুল চিকিৎসা করে তার নিকট থেকে ৩ হাজার টাকা ঘুষ আদায় করে নিয়েছেন অভিযুক্ত মো. আলমগীর হোসেন। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করতে থাকে।

এঘটনায় একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার পর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার ও আবাসিক মেডিকেল অফিসার ডা. তমাল কান্তি মল্লিক কিশোরগঞ্জ জেলা সিভিল সার্জনকে বিষয়টি অবগত করেন।

বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের বিষয়টি অবগত হওয়ারপর কিশোরগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো.আলমগীর হোসেনের বদলীর এ আদেশ দিয়েছেন বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার।

এ ব্যাপারে অভিযুক্ত মো. আলমগীর হোসেনের সাথে যোগাযোগ করা হলে তাকে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলী করা হয়েছে জানিয়ে বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারী ভ্যাকসিন সরবরাহ না থাকায় কল করে একজনের মাধ্যমে দেড় হাজার টাকার বিনিময়ে ভ্যাকসিন এনে রোগির শরীরে পুশ করা হয়েছে। তবে টাকা আমি নিজ হাতে গ্রহণ করিনি এবং ভ্যাকসিনও আমি নিজ হাতে পুশ করিনি। হাসপাতালের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ সংগ্রহ করে দেখলে আসল ঘটনা বের হয়ে আসবে। তারপরও একটি সমাধানের লক্ষে অন্যায় না করেও রোগির বাড়িতে ও ওই এলাকার একটি দোকানে বসে আমি দু’হাত জোর করে ক্ষমা চেয়েছিলাম এবং দেড় হাজার টাকা ফেরত দিতে চেয়েছিলাম। আমার একটাই দোষ ছিল রোগিকে সহযোগিতা করতে গিয়ে একজনকে কল করে ভ্যাকসিন আনিয়ে রোগি শরীরে পুশ করিয়ে ছিলাম। অভিযোগকারী ফাতেমাকে তিনি চিনেননা দাবী করে বলেন, ওই নারীর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন।

এব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার বলেন, বিষয়টি বদলি পর্যন্তই শেষ নয়। এব্যাপারে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং