কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌর আওয়ামী লীগের সভাপতি মো. নিজাম ক্বারী (৬২)কে বিস্ফোরক মামলায় গ্রেফতার করেছে কুলিয়ারচর থানা পুলিশ।
বৃহস্পতিবার ৭ নভেম্বর রাত সাড়ে ১২টায় ব্রাহ্মবাড়ীয়া নন্দনপুর বিশ্বারোড এলাকা থেকে ব্রাহ্মবাড়ীয়া সদর থানা পুলিশের সহায়তায় কুলিয়ারচর থানা পুলিশ তাকে গ্রেফতার করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার দুপুরে তাকে কিশোরগঞ্জ আদলতে প্রেরণ করা হয়।
গ্রেফতার মো. নিজাম ক্বারী উপজেলার উছমানপুর ইউনিয়নের নাজিরদিঘী গ্রামের মৃত আব্দুল মন্নাফ ও মৃত রনু বানু দম্পত্তির ছেলে। তিনি স্থানীয় উছমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
গ্রেফতারের বিষয়টি বিডিচ্যানেল ফোরকে নিশ্চিত করেন কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিন পিপিএম।
থানা পুলিশ সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলায় জড়িত থাকার অভিযোগ রয়েছে মো. নিজাম ক্বারীর বিরুদ্ধে। তিনি বিস্ফোরক মামলার একজন আসামি।
গত ৪ আগস্ট সকাল ১১টার দিকে ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের কুলিয়ারচর উপজেলাস্থ বাজরা বাসস্ট্যান্ডে শান্তিপূর্ণ ও যৌক্তিক আন্দোলনের সময় ছাত্র-জনতার আন্দোলনকে নস্যাৎ করতে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনগুলো একসাথে দেশীয় অস্ত্রাদীসহ আগ্নেয়াস্ত্র ও ককটেল নিয়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ ও ম্যাসাকার চালায়।
এ অভিযোগে গত ৩০ অগাস্ট উপজেলার রামদী ইউনিয়নের আগরপুর পশ্চিম পাড়া গ্রামের মো. মজলু মিয়ার ছেলে অনার্স ৩য় বর্ষের ছাত্র মো. নয়ন মিয়া বাদী হয়ে কুলিয়ারচর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নম্বর- ১৫।
এ মামলায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সৈয়দ নূরে আলম (৬১) সহ এ পর্যন্ত আওয়ামী লীগের আরো ৭ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে ৮ জন নেতা পুলিশের হাতে আটক হয়েছে।
Leave a Reply