কিশোরগঞ্জের হোসেনপুরে সাবেক পৌর কাউন্সিলর মো.কাজল মিয়া (৫৬) এবং আওয়ামীলীগ নেতা মো. শ্যামল মিয়া (৩৬) কে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার, ৪ নভেম্বর গভীর রাতে অভিযান চালিয়ে পৃথক পৃথক স্থান থেকে দুজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মো. কাজল মিয়া পৌর এলাকার ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মো. শ্যামল মিয়া পৌর এলাকার ৪ নং ওয়ার্ডের আওয়ামীলীগ নেতা।
পুলিশ জানায়, রবিবার গভীর রাতে হোসেনপুর পৌর এলাকার দ্বীপেশ্বর এলাকা থেকে মো. কাজল মিয়াকে এবং মধ্য আড়াইবাড়িয়া এলাকা থেকে আওয়ামীলীগ নেতা মো.শ্যামল মিয়াকে গ্রেফতার করা হয়।
এদিন রাতেই দুজনকে কিশোরগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
হোসেনপুর থানার পুলিশ পরিদর্শক( তদন্ত) মো. টুটুল উদ্দিন বিডিচ্যানেল ফোরকে বিষয়টি নিশ্চিত করে জানান, কিশোরগঞ্জ সদর থানার একটি মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।
Leave a Reply