কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মঠখোলা নতুন বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় পলাশ (১৮) রিহাত (২০) নামে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
রবিবার , ৩ নভেম্বর দুপুর ১২ টার দিকে পাকুন্দিয়া – মঠখোলা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পলাশ পাকুন্দিয়া উপজেলার এগারোসিন্দুর ইউনিয়নের চরকামা গ্রামের হোটেল ব্যবসায়ী কামালের ছেলে ও রিহাত একেই গ্রামে প্রবাসী আসাদের ছেলে ।
পাকুন্দিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াৎ হোসেন বিডিচ্যানেল ফোরকে জানান, পলাশ ও রিহাত মোটরসাইকেলে করে মঠখোলা থেকে পাকুন্দিয়া উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন। পথে নতুন বাজার এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি রেন্টি গাছের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেলটি দুমড়ে মুচরে যায়। এতে ঘটনাস্থলেই পলাশ মৃত্যু হয় এবং গুরুতর আহত রিহাতকে হাসপাতালে নেওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন ।
Leave a Reply