কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় রাখতে পাকুন্দিয়া উপজেলা প্রশাসন পাকুন্দিয়া পৌর বাজারে অভিযান পরিচালনা করেছে।
রবিবার, ২০ অক্টোবর বিকেলে পাকুন্দিয়া পৌর বাজারে এই অভিযান পরিচালিত হয়।
এসময় পৌর সদর বাজারের, কাঁচামাল মহাল, মাছ বাজার, চাউল বাজার, বিভিন্ন মুদি মনোহারী দোকান ও বেকারি মনিটরিং করা হয়।
মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন পাকুন্দিয়ার সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার। এ সময় তিনি ব্যবসায়ীদের সাথে বাজার মূল্য নিয়ে আলোচনা করেন এবং দ্রব্যমূল্য যাতে সহনশীল থাকে সেজন্য ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করেন।
পাকুন্দিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার বলেন, বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য সহনশীল রাখতে আমাদের এই মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে। এসময় মূল্য তালিকা দেখাতে না পারায় ৫টি দোকানকে আড়াই হাজার টাকা জরিমানা করা হয়।
Leave a Reply