ময়মনসিংহের নান্দাইল উপজেলার চন্ডিপাশা ইউনিয়ন পরিষদের দুই বারের ইউপি সদস্য মরহুম রতন ভূইয়ার স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার, ২০ অক্টোবর দুপুর সাড়ে ১১ টায় চন্ডিপাশা ইউনিয়ন পরিষদ ভবনে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
চন্ডিপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহাব উদ্দিন ভূইয়ার সভাপতিত্বে ও ইউপি সদস্য মাহফুজুল বারীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন ভূইয়া, ক্বারী মাওলানা মতিউর রহমান, মরহুমের বড় ভাই কামরুজ্জামান ভূইয়া মানিক, মরহুমের একমাত্র পুত্র রাব্বী ভূইয়া, ইউপি সদস্য আজিজুল ইসলাম, মাহবুব আলম, সেলিম খান, ইউপি সদস্যা আজিজা বেগম, ব্যবাসায়ী আনোয়ার, আজহারুল ইসলাম দুলাল, চৌকিদার সবুজ মিয়া প্রমুখ।
আলোচনা সভা শেষে ইউপি সদস্য মরহুম রতন ভূইয়া ও ইউনিয়ন পরিষদের সাবেক জনপ্রতিনিধি মরহুম চেয়ারম্যানগণ ও মরহুম মেম্বারগণের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন জামিয়া আরাবিয়া আহাদিয়া বারুইগ্রাম মাদ্রাসার সাবেক শিক্ষক ক্বারী মাওলানা মতিউর রহমান।
এসময় চন্ডিপাশা ইউনিয়ন পরিষদের সকল মেম্বারগণ, গ্রাম্য চৌকিদার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply