ময়মনসিংহের নান্দাইল মডেল থানা পুলিশের অভিযানে ছয় কেজি গাঁজা সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে নান্দাইল মডেল থানা পুলিশের একটি দল।
শুক্রবার, ১৮ অক্টোবর গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নান্দাইল উপজেলার মুশুল্লী ইউনিয়নের উত্তর মুশুল্লী গ্রামের আফতার মেম্বারের বাড়ি সামনে পাচারকালে ছয় কেজি গাঁজা ও একটি সিএনজি চালিত অটোরিকসাসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার দুইজনের মধ্যে জহিরুল ইসলাম কিশোরগঞ্জ জেলার কুলিয়াচর উপজেলার বড়চাড়া গ্রামের মৃত আবু তাহেরের ছেলে ও আলিম উদ্দিন একই গ্রামের মো. তমিজ উদ্দিনের ছেলে।
নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. ফরিদ আহমেদ বিডিচ্যানেল ফোরকে বিষয়টি নিশ্চিত করে বলেন, জুয়া, মাদক ও সন্ত্রাসীদেরকে কোন ধরনের ছাড় দেয়া হবে না। তিনি যেই হোন না কেন।
শুক্রবার, ১৮ অক্টোবর দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে ময়মনসিংহ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply