ময়মনসিংহের নান্দাইলে হিন্দু ব্যবসায়ী সুনীল চন্দ্র বর্মণের (৬০) পরপর দুটি চিরকুট লিখে মোটা অংকের চাঁদা দাবি করেছে দুর্বৃত্তরা।
জানা গেছে, সুনীল চন্দ্র বর্মণ নান্দাইল পৌরসভার ৭নং ওয়ার্ড আচারগাঁও উত্তরপাড়া মহল্লার রাধানাত বর্মনের পুত্র। তিনি নান্দাইল পুরাতন বাজারের একজন কাচাঁমালের ব্যবসায়ী (আড়ৎদার)।
গত মঙ্গলবার দুর্বৃত্তরা সুনীল চন্দ্র বর্মণের বাড়ির উঠানে সাদা কাগজে হাতের লেখা চিরকুট ফেলে রেখে যায়। পরে সকালে চিরকুট পেয়ে ব্যবসায়ী সুনীল বর্মণ জানতে পারেন তার কাছে দুর্বৃত্তরা ৫০ হাজার টাকা চাদাঁর দাবি করেছে। তবে চিরকুটে কোন যোগাযোগের ঠিকানা বা মোবাইল নাম্বার না দিয়ে বাড়ির পিছনে বাথরুমে ট্যাংকের উপর দাবীকৃত ৫০ হাজার টাকা লাল কাপড়ে বেঁধে রাখতে বলা হয়।
সুনীল চন্দ্র্র বর্মণ এ বিষয়ে বুধবার নান্দাইল মডেল থানায় একটি জিডি করেন। এতে দুর্বৃত্তরা ক্ষিপ্ত হয়ে বৃহস্পতিবার রাতে পুনরায় চিরকুট লিখে এবার ১ লাখ টাকা চাঁদা দাবি করে। অন্যথায় ব্যবসায়ীকে জানে মেরে ফেলার হুমকি দেয়। এ বিষয়ে ব্যবসায়ী সুনীল চন্দ্র বর্মণ বলেন, কে বা কারা এরকম করছে তা আমার জানা নেই। বর্তমানে আমি হুমকির মুখে আতংকের মধ্যে আছি।
নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. ফরিদ আহমেদ বলেন, এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে এবং এসআই মুস্তাক আহমেদকে তদন্তভার দেওয়া হয়েছে। তদন্তমূলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply