ময়মনসিংহের নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের জোয়ালভাঙ্গা গ্রামের মরহুম রিয়াছত আলীর ১ একর ৮০ শতাংশ সত্ব দখলীয় জমি এফিডেভিটের কথা বলে জমি লিখে নেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে রিয়াছত আলীর পরিবার।
বুধবার, ২৫ সেপ্টেম্বর নান্দাইল মডেল প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এমনি অভিযোগ করে ভুক্তভোগী পরিবারের সদস্যবৃন্দ। বর্তমানে মরহুম রিয়াছত আলীর পরিবারের পক্ষ থেকে রিয়াছত আলীর ছেলে নজরুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, আমাদের পারিবারিক ঝামেলাকে কেন্দ্র করে আমাদের প্রতিবেশী রফিক উদ্দিন মাস্টার, চন্দু মিয়া, শফিকুল ইসলাম ও তাইজুল ইসলাম গংরা আমার অক্ষর জ্ঞানহীন বাবাকে ভুল বুঝিয়ে একটি এফিডেভিটের কথা বলে ১ একর ৮০ শতাংশ জায়গা তৎকালীন পাঁচ লাখ টাকা মূল্য ধার্য করে সাবকাউলা দলিল করে নেয়। তৎকালীন সময়ে ১ একর ৮০ শতাংশ জমির মূল্য ছিল সর্বনিম্ন ২০ লাখ টাকা। এছাড়া তিনি আরও বলেন, শফিকুল ইসলাম পায়েল ও তাইজুল ইসলাম রুবেলের প্ররোচনায় আওয়ামী লীগ সরকারের আমলে নান্দাইল থানায় নয়টি মামলা সহ আশপাশের থানায় একাধিক মামলা করে আমি সহ আমার পরিবারের লোকজনকে হয়রানি করে আসছে। শুধু তাই নয়, কয়েকদিন পূর্বে আমাদের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে সাংবাদিক সম্মেলন করিয়েছেন মামলাবাজ রফিক উদ্দিন মাস্টার গংরা। বর্তমানে এ জমি নিয়ে ময়মনসিংহ জেলার মহামান্য সিনিয়র সহকারী জজ আদালতে ৪৩৭৪ নং দলিল পন্ডের জন্য ২০১৪ থেকে মোকাদ্দামা চলমান রয়েছে। এমতাবস্থায় গত ২১/০৯/ ২৪ ইং তারিখে মৃত আব্দুল মান্নানের ছেলে পায়েল ও রুবেল সাংবাদিকদের সামনে মিথ্যা তথ্য উপস্থাপন করে আমাদেরকে সমাজে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে।
এ সময় সংবাদ সম্মেলনে মরহুম রিয়াছত আলীর পুত্র আব্দুল হাই, আবুল কাসেম সহ আব্দুল বারেক, আব্দুল গফুর, আবু বক্কর সিদ্দিক প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply