স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) বলেছেন, পুলিশ বাহিনীর সদস্যদের যারা এখনও কাজে যোগ দেননি তারা অপরাধের সাথে জড়িত। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, তাদের আর কাজে যোগদানের অনুমতি দেয়া হবেনা।
বুধবার, ১৮ সেপ্টেম্বর সকালে গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে ৪০ বিসিএস রেজিমেন্টের (আনসার) ক্যারিয়ার অফিসার এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ২৫টি গ্রুপের (পুরুষ) নিয়োগপ্রাপ্তদের গ্র্যাজুয়েশন প্যারেডে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা বলেন, এই সংস্কার বাংলাদেশের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে একটি কার্যকর, সুসংগঠিত, পেশাদার এবং সময়োপযোগী বাহিনীতে রূপান্তরিত করবে। এ লক্ষ্যে স্বরাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয় প্রয়োজনীয় সবকিছু করবে।
তিনি বলেন: “বাংলাদেশ সৃষ্টির ঐতিহাসিক প্রেক্ষাপটের পরিপ্রেক্ষিতে এবং স্বাধীনতার পর আনসার সেনা সদস্যরা গভীর দেশপ্রেমে অনুপা্রণীত হয়ে আইনশৃঙ্খলা রক্ষাসহ দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। গুরুত্বপূর্ণ জাতীয় স্থাপনায় নিরাপত্তাসহ কূটনৈতিক এলাকা রক্ষায় এই ইউনিট বিশেষ ভূমিকা পালন করে চলেছে।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন স্বৈরাচারী সরকারকে উৎখাত করার পর বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা তাদের জীবনের ঝুঁকি নিয়ে থানা, ট্রাফিক ও বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে রক্ষা করেছে। বিশেষ করে আনসার ব্যাটালিয়নের সদস্যরা ডিএমপি থানার অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করেন। এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন।
উপদেষ্টা আরও বলেন: বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকে পুলিশ সদস্যের ঘাটতি থাকা সত্ত্বেও, আনসার ব্যাটালিয়নের সদস্যরা সাহসিকতার সাথে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাদের দায়িত্ব পালন করেছেন। জাতির জরুরী প্রয়োজন মেটাতে অবদান রাখা সকল কর্মীদের তিনি আন্তরিকভাবে ধন্যবাদ ও প্রশংসা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. মোহাম্মদ আব্দুল মমিন, আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মুতালিব সাজ্জাদ মাহমুদ। বেসিক এডুকেশন গ্র্যাজুয়েশন প্যারেডে কাউন্সেলররা শ্রদ্ধা নিবেদন করেন। এরপর কৃতি প্রশিক্ষণার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপদেষ্টা।
Leave a Reply