নার্সদের নিয়ে স্বাস্থ্য মহাপরিচালকের কটুক্তির প্রতিবাদে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত নার্সদের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার, ১৪ সেপ্টেম্বর সকালে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে অংশগ্রহন করে কর্তব্যরত নার্স এর সাথে অসৌজন্যমূলক আচরণ ও অপ্রীতিকর ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।
মানববন্ধন থেকে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূরসহ সকল পরিচালকের অপসারণ চান নার্স কর্মকর্তা ও নার্সিং শিক্ষার্থীরা।
এ সময় সিনিয়র নার্সিং সুপারভাইজার আমেনা ফারজানা আক্তার , সিনিয়র নার্সিং উপস্থিত ছিলেন মো. আলাল উদ্দিন,মাহমুদুল হাসান, সাদিয়া আশরাফসহ হাসপাতালে কর্মরত নার্সিং কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূরসহ সকল পরিচালকের অপসারণ চান নার্স কর্মকর্তা ও নার্সিং শিক্ষার্থীরা। তারা জানান, পাকুন্দিয়া ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের নার্সদের দাবি পূরণ না হলে অব্যাহত কর্মসূচির ঘোষণা করা হবে। ক্যাডার কর্মকর্তাদের সচিবালয় নিয়োগ বিধির আওতায় নিয়োগপ্রাপ্ত কর্মরত প্রশাসনিক/ব্যক্তিগত কর্মকর্তাদের সচিবালয়ের মধ্যে অভ্যন্তরীণ বদলির ব্যবস্থা করতে হবে বলেও তারা দাবী তুলেন
প্রসঙ্গত, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূরসহ সকল পরিচালকের অপসারণ চান নার্স কর্মকর্তা ও নার্সিং শিক্ষার্থীরা। তারই পরিপেক্ষিতে গত সোমবার (৯ সেপ্টেম্বর) পদত্যাগ করেছেন অধিদপ্তরের পরিচালক (অর্থ ও বাজেট) ডা. স্বপন কুমার মন্ডল। ওইদিন দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সেবা বিভাগের সিনিয়র সচিবের কাছে এ সংক্রান্ত পদত্যাগপত্র জমা দেন তিনি।
Leave a Reply