ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার উদ্যোগে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার, ২৮ অগাস্ট বিকালে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ওই র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ থেকে শুরু হয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা চত্বরে এসে সমাবেশ করে দলটি।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি আব্দুল্লাহ জোবায়েরের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেব বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ উত্তর জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতী হাবিবুল্লাহ।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ উত্তর জেলা শাখার সাধারণ সম্পাদক জুবায়ের আহমাদ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুফতী নূর মোহাম্মদ ফারুকী, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ উত্তর জেলা শাখার সভাপতি মনিরুজ্জামান হুজাইফা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সমন্বয়ক মো: হাসানুর রহমান সজিব, মো: ইমরান হাসান মিলন প্রমুখ।
Leave a Reply