ধর্ম যার যার রাষ্ট্রীয় অধিকার সবার ত্রিশালে মন্দির পরিদর্শনে এসে এ কথা বছেছেন,ময়মনসিংহ জেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুল করিম।
বুধবার,১৪ অগাস্ট সন্ধ্যায় হিন্দু ধর্মালম্বীদের ওপর হামলা হতে পারে এমন আশঙ্কায় তাদের নিরাপত্তা নিশ্চিতে করতে উপজেলার বিভিন্ন মন্দির পরিদর্শন করেন জামায়াতে ইসলামীর আমিরসহ উপজেলার আইন শৃংখলা কমিটির নেতৃবৃন্দ।
এ সময় তারা মন্দিরের পুরোহিত ও হিন্দু ধর্মাবলী নেতাদের সঙ্গে কথা বলে নিরাপত্তার বিষয়টি আশ্বস্ত করেন। হিন্দু ধর্মাবলী কোন মানুষ যেন কোনোরকম সন্ত্রাসী হামলার শিকার না হন, সেজন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা অতন্দ্র প্রহরী হয়ে তাদের পাশে থাকবেন বলে জানান তারা।
পরিদর্শনের সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ত্রিশাল পৌরসভার সাবেক আমির উপজেলা শৃংখলা কমিটির আহবায়ক এনামুল হক, সদস্যসচিব প্রভাষক গোলাম মোস্তফা, পৌর জামায়াতের আমির ও আহবায়ক মাওলানা রফিকুল ইসলাম, দেলোয়ার হোসেন খানসহ অন্যান্য নেতা কর্মীগণ।
Leave a Reply