1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৯:৪৬ অপরাহ্ন

কিশোরগঞ্জে ৯ দফা দাবীতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল,সড়ক অবরোধ

আশরাফুল ইসলাম তুষার, চিফ রিপোর্টার।।
  • প্রকাশিত: শনিবার, ৩ আগস্ট, ২০২৪
  • ৯৭ বার পড়া হয়েছে

 

চলমান কোটা সংস্কার আন্দোলনে সারা দেশে শিক্ষার্থীদের ওপর হামলা, গুলি, হত্যার বিচারসহ নয় দফা দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।

শনিবার,৩ অগাস্ট দুপুর ১২ টায় গুরুদয়াল সরকারি কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। শিক্ষার্থীরা স্লোগানে স্লোগানে কালীবাড়ী মোড়, কাচারিবাজার, বটতলা, হারুয়া, আখড়া বাজার, রথখলা হয়ে পুরান থানায় গিয়ে মিছিলটি শেষ করেন। এরপর বিক্ষোভ মিছিলটি পুরানথানা এলাকায় সড়ক অবরোধ করে কিছুক্ষণ অবস্থান করেন।

এ সময় এ কর্মসূচিকে ঘিরে জেলা শহরে সতর্ক অবস্থানে ছিলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

এ সময় আন্দোলনকারীরা বলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা বিক্ষোভ মিছিল কর্মসূচির অংশ হিসেবে তাদের এই অবস্থান।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জের সমন্বয়ক ইকরাম হোসেন বলেন, ‘ছাত্র-জনতার ৯ দফা দাবি বাস্তবায়ন না হলে ছাত্ররা রাজপথ ছেড়ে যাবে না। ছাত্র-সমাজ রাজপথে আছে, রাজপথে থাকবে। আমাদের ভাইদের রক্তের প্রতিটি কণার দাম রাজপথে থেকে নেব।’

তিনি আরও বলেন, ‘আমাদের অনেক ভাইকে নির্বিচারে হত্যা করা হয়েছে।এসব হত্যাকাণ্ডের বিচার চাই। এ গণমিছিল থেকে আমরা দাবি জানাচ্ছি, যাদের অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে, তাদের নিঃশর্ত মুক্তি দিতে হবে।’

কিশোরগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা বলেন, ‘মিছিলকারীরা মিছিল শেষ করে চলে গেছে।বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং