বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের উদ্যোগে সংঘর্ষে নিহত নেতাকর্মীদের রুহের মাগফেরাত কামনায় গায়েবানা জানাযার নামাজ আদায় করেছে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
বুধবার, ১৭ জুলাই দুপুরে জেলা আওয়ামীলীগের কার্যালয়ের সামনে এ গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।
পরে নিহত নেতাকর্মীদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন,সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়েজ উমান খানসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এ আগে বুধবার সকালে বিক্ষোভ মিছিল করে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় কোটা সংস্কার আন্দোলনকারীরাও বিক্ষোভ মিছিল বের করে ও জেলা শহরে রাস্তা অবরোধ করে।পরে তাদের একটি অংশ কিশোরগঞ্জ রেলস্টেশনে অবস্থান নেয়।পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।পুলিশ সড়ক ও স্টেশন থেকে সবাইকে সরিয়ে দিলে যান চলাচল ও ট্রেন চলাচল স্বাভাবিক থাকে।
Leave a Reply