কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় গলায় ফাঁস দিয়ে সালমা আক্তার (৩৮) নামে এক গৃহবধূর আত্নহত্যা করেছেন।
মঙ্গলবার,১৬ জুলাই রাত সাড়ে ১০ টায় পুলিশ করিমগঞ্জ উপজেলার গুণধর ইউনিয়নের ভাটিগাংগাটিয়া গ্রামের আফিজ উদ্দিনের ঘর থেকে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।পরে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য গৃহবধূর মরদেহ কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠিয়েছেন বলে বিডিচ্যানেল ফোরকে নিশ্চিত করেন করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো:মিজানুর রহমান।
তিনি বলেন,মৃত্যুর বিষয়টি আত্নহত্যা কিনা তা নিশ্চিত হওয়ার জন্যই মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানে হয়েছে।
Leave a Reply