1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৯:৪২ পূর্বাহ্ন

নান্দাইলে পুলিশের সাঁড়াশি অভিযানে দুই দিনে ১৫ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার, নান্দাইল, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ৮৮ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের নান্দাইল মডেল থানা পুলিশের সাঁড়াশি অভিযানে দুইদিনে মাদক ব্যবসায়ী, অটোগাড়ী চোর, চোর ও জুয়া খেলায় লিপ্ত থাকার অভিযোগে ১৫ জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

বুধ ও বৃহস্পতিবার অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে নান্দাইল থানা পুলিশ।

জানা গেছে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. আবদুল মজিদের নির্দেশনায় থানা পুলিশের চৌকস টিম পৌর সদরসহ বিভিন্ন ইউনিয়নে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৫ জন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। বহস্পতিবার মধ্যরাতে গাংগাইল ইউনিয়নের সুন্দাইল গ্রাম থেকে জুয়া খেলারত অবস্থায় সুন্দাইল গ্রামের সাইফুল ইসলাম (৩৭), কামাল মিয়া (৩৫), সুমন মিয়া (২৫), আশরাফুল (২৬), আলী আহাম্মদ (২৫) কাইয়ূম মিয়া (২০) ও নসরতপুর গ্রামের এনামুল (২২)কে গ্রেফতার করা হয়। এছাড়া পৌর সদর এলাকা থেকে মাদক ও চুরির সাথে জড়িত থাকার অভিযোগে আচারগাঁও নাথপাড়া গ্রামের শাহিন আলম (২৮), সোহাগ (২৫) ও ঈশ্বরগঞ্জের জিগাতলার গ্রামের ইমন (২০)কে গ্রেফতার করা হয়। এছাড়াও গত বুধবার নান্দাইল থানা পুলিশ পৌর সদরে অভিযান চালিয়ে অটো চোর ও মাদক ব্যবসায়ীসহ আরও ৫ জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে এবং ছমিরন বেগম (৬০) নামে ৯ মাসের অন্ত:স্বত্তা মানসিক ভারসাম্যহীন এক মহিলাকে উদ্ধার করে গাজীপুরের কোনবাড়ী থানার দেউলাবাড়ি গ্রামের তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. আবদুল মজিদ জানান, নান্দাইলকে মাদক, চোর ও জুয়ামুক্ত করতে পৌর সদরসহ ১৩টি ইউনিয়নের গ্রামাঞ্চলে এধরনের পুলিশি অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং