1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৩:৩০ পূর্বাহ্ন

ভৈরবে বিদ্যালয় পরিচালনা পর্ষদ নির্বাচনের ভোটার তালিকায় অনিয়মের অভিযোগ

মুহাম্মদ কাইসার হামিদ, স্টাফ রিপোর্টার, কুলিয়ারচর  কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ১০৬ বার পড়া হয়েছে

 

 

কিশোরগঞ্জের ভৈরব শহরের কালিপুর হাই স্কুল পরিচালনা পর্ষদ নির্বাচনে দাতা ও সাধারণ অভিভাবক ভোটার তালিকায় অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।

গত ২৬ জুন শিক্ষা মন্ত্রণালয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের যুগ্মসচিব (বেসরকারি মাধ্যমিক ১) ও ভৈরব উপজেলা নির্বাহী অফিসার বরাবর এই বিষয়ে একটি অভিযোগ দায়ের করেন কালিপুর হাই স্কুলের অভিভাবক মো. আতাউর রহমান, ছাত্তার মিয়া, সেলিম মিয়া ও রোকসানা আক্তার। তারা ৪ জনই গত ২৪ জুন অনুষ্ঠিত কালিপুর হাই স্কুল পরিচালনা পর্ষদ নির্বাচনে অংশগ্রহণ করে পরাজিত হয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছে ভৈরব উপজেলা কৃষি কর্মকর্তা আকলিমা বেগম।

অভিযোগ সুত্রে জানা যায়, গত ২৪ জুন কালিপুর হাই স্কুল পরিচালনা পর্ষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ঘোষিত তফসিলের আওতায় প্রস্তুত করা ভোটার তালিকায় দাতা ভোটার ও সাধারণ অভিভাবক ভোটার তালিকা প্রণয়নে চরম অনিয়ম ও অসংগতি করা হয়েছে বলে জানা যায়।

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি নির্বাচনের নিয়মানুযায়ী প্রবিধানমালার ১৭ ধারায় নির্দেশনা রয়েছে ম্যানেজিং কমিটি মেয়াদ উর্ত্তীণের নূন্যতম ৯০ দিন পূর্বে শিক্ষা প্রতিষ্ঠানের সকল পদের ভোটার তালিকা তৈরী করতে হবে। কিন্তু তা না করে আরো ১৭ দিন বিলম্ব করে ৭৩ দিন পূর্বে মনগড়া চূড়ান্ত তালিকা তৈরি করা হয়েছে। এতে আইন লংঘিত হয়েছে। তালিকায় উদ্দেশ্যে প্রণোদিত ও নির্বাচনের ফলাফলে প্রভাব বিস্তারের লক্ষ্যে অতিরিক্ত দাতা ভোটার ও সাধারণ অভিভাবক ভোটার সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। স্কুলের উন্নয়নের স্বার্থে ম্যানেজিং কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই অসংগতি ও অনিয়মের মাধ্যমে প্রস্তুতকৃত দাতা ও সাধারণ অভিভাবক ভোটার তালিকার আওতায় অনুষ্টিত নির্বাচনের স্কুলের সাধারণ অভিভাবকের মধ্যে নেতিবাচক ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করেছে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সম্পূর্ণ ভোটার তালিকার সুষ্ঠ তদন্ত করে ও স্কুলের স্বার্থে অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল স্থগিত করে নতুন তফসিল ঘোষণা করে পুনরায় নির্বাচনের ব্যবস্থা করার আহবান জানান তারা।

উল্লেখ্য, কালিপুর হাইস্কুল পরিচালনা পর্ষদ নির্বাচনে প্রতিষ্ঠাতা সদস্য হয়েছেন হারুণ উর রশিদ, দাতা সদস্য বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক মো. ফজলুল হক, সাধারণ অভিভাবক সদস্য রফিকুল ইসলাম, সেলিম আহমেদ, নবী হোসেন ও স্বপন মিয়া। সংরক্ষিত মহিলা সদস্য মাধবী লতা পুতুল, শিক্ষক প্রতিনিধি আব্দুর রউফ ও মো. জসিম উদ্দিন। সংরক্ষিত মহিলা শিক্ষিকা মাহমুদা আক্তারও নির্বাচিত হয়েছে। 

এ বিষয়ে অভিযোগকারী আতাউর রহমান সাংবাদিকদের বলেন, আমি অভিভাবক প্রতিনিধি নির্বাচন করেছি। ভোটের দিন আমরা অনেকে বুঝতে পারি নির্বাচন পরিচালনা কমিটি আমাদের সাথে বেঈমানী করেছে। ভোটের দিন নির্বাচন পরিচালনা কমিটি মনগড়া নির্বাচন করেছে। ৯০ দিন আগের ভোটার তালিকা তৈরী করার কথা থাকলেও তা ১৭ দিন সময় বেশি নিয়ে পক্ষপাতিত্ব করেছে। আমরা এবিষয়ে ইউএনও বরাবর গত ২৬ জুন অভিযোগ দেয়ার পর ২ জুলাই আমাদেরকে ইউএনও অফিসে ডেকে নিয়েছে ঠিকই তবে তদন্ত কমিটি অনেকক্ষণ কথা বার্তা বলেও আমাদের কোন সমাধান দিতে পারেনি। 

এ বিষয়ে আরেক অভিযোগকারী অভিভাবক প্রতিনিধি রোকসানা আক্তার সাংবাদিকদের জানান, ভোটার তালিকায় ব্যাপক অনিয়ম হয়েছে। নির্বাচন শেষে নির্বাচন পরিচালনা কমিটির নেতৃত্বে থাকা উপজেলা একাডেমিক সুপারভাইজার স্বপ্না বেগম পক্ষপাতিত্ব করেছেন। ভোট গণনার সময় আমাদের ভিতরে নিয়েও কিছু দেখায়নি। নির্বাচন শেষ হওয়ার ১৫ মিনিট পরে আমাদের গণনার রুমে নিয়ে যায়। তারা নিজেদের মতো করে ফলাফল প্রকাশ করেছে। আমাদের কোন স্বাক্ষরও নেননি। আমরা চাই প্রয়োজনে আবার সবার সামনে ভোট গণনা হোক। তবে নতুন করে ভোট দানের সুযোগ হলে ভাল হয়। আমার ৯০% জনমত থাকার পরও আমাকে ফেল করানো হয়েছে। 

এ বিষয়ে উপজেলা একাডেমিক সুপারভাইজার স্বপ্না বেগম সাংবাদিকদের বলেন, স্থানীয় নেতাদেরকে নিয়েই নির্বাচন পরিচালনা করা হয়েছে। তারা পরাজিত হয়েছে বলে এখন মিথ্যাচার করছে। নির্বাচনের আগে অভিযোগ করলে তা বিবেচনার সুযোগ ছিল।  

উপজেলা কৃষি কর্মকর্তা আকলিমা বেগম সাংবাদিকদের জানান, লিখিত অভিযোগ পাওয়ার পর আমাকেসহ ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে দিয়েছেন ইউএনও স্যার। তদন্ত শেষে ইউএনও স্যার বরাবর ৪ জুলাই প্রতিবেদন জমা দিয়েছি। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিনের সাথে কথা বলতে সাংবাদিকরা একাধিকবার ফোন দিলেও তিনি ফোনটি রিসিভ করেননি। এমনকি মোবাইলে ক্ষুদে বার্তা দিলেও তিনি সাড়া দেননি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং