কিশোরগঞ্জ শহরটা কোন গহীন জঙ্গল নয় যেখানে হাতিরা অবাধে ঘুরে বেড়াবে। আর শহরে হাতিটা জঙ্গল থেকে পালিয়ে হঠাৎ আসা কোন প্রাণী নয় যে তার হাতে কারো মৃত্যুকে অবলা জীবের কাণ্ড বলে মেনে নেয়া যাবে।
এই হাতিটাকে দীর্ঘদিন ধরে কিশোরগঞ্জ শহর ও আশেপাশের এলাকায় চাঁদাবাজীর কাজে ব্যবহার করা হয়েছে। রীতিমত ভয় দেখিয়ে চাঁদাবাজী। কোন মানুষ চাঁদাবাজী করলে তার নামে মামলা হয়। আর হাতিটাকে যে বা যারা চাঁদাবাজীর কাজে ব্যবহার করেছে তাদের নামে চাঁদাবাজীর মামলা দূরে থাক এ অনৈতিক কাজের জন্য তাদেরকে কোন প্রশ্ন পর্যন্ত কোন কর্তৃপক্ষ করেনি।
তাহলে প্রশ্ন জাগা খুবই স্বাভাবিক শহরটা কি তাহলে মগের মুল্লুক? যেখানে যা খুশি তাই করা যায়? হ্যাঁ শহরটা এখন পুরোটা না হলেও অনেকটাই মগের মুল্লুকে পরিণত হয়েছে। বলতে গেলে এখানে এখন যা খুশি তা ই করা যায়। অনেকটা জঙ্গলের মতই এখানকার সমাজ ব্যবস্থা। এখানে কারো কোন জবাবদিহীতা নেই। এটা এতিম শহর। যার কোন কার্যকর অভিবাবক নেই।
আর একটা জবাবদিহীতা শূন্য শহরে মানুষ চাঁদাবাজী করবে, শিয়াল মুরগি চুরি করবে, হাতি মানুষ মারবে- এসব খুবই স্বাভাবিক ঘটনা হতে পারে। যাদের হাতে কিছু করার দায়িত্ব অথবা ক্ষমতা থাকে তারা যদি নিস্ক্রীয় থাকেন তাহলে এমন একটা জনপদকে এতিম বলা যেতেই পারে।
কিন্তু এতিম বলার আগে একটা প্রশ্ন উঠতেই পারে কর্তাব্যক্তিরদের নিস্ক্রীয়তা নিয়ে। একটা হাতিকে ব্যবহার করে কেউ বা কতিপয় মানুষ ভয় দেখিয়ে চাঁদা তুলবে- এটা কোন খেলার বিষয় নয়। এটা একটি ক্রাইম বা অপরাধ। এই অপরাধ যখন দীর্ঘদিন ধরে সংঘটিত হচ্ছিল তখন যাদের এটি বন্ধ করার কথা ছিল কিন্তু বন্ধ করেননি মাসুদের মৃত্যুতে তাদেরও দায় রয়েছে। শুধু মাহুতের বিচার হলে হবেনা। এ বিষয়ে যারা নিস্ক্রীয় ছিলেন তাদেরও অন্তত বিচারের মুখোমুখি করতে হবে।
কী অপরাধ ছিল ফার্মেসি ব্যবসায়ী মাসুদুর রহমানের? তার অপরাধ(!) ছিল তিনি চাঁদা দিতে চাননি। চাঁদা দিতে না চাওয়াটা কি আদৌ কোন অপরাধ? না চাঁদা দাবী করাটা অপরাধ? ভয়ংকর এই চাঁদাবাজী একদিনের হঠাৎ কোন ঘটনা নয়। এটা দিনের পর দিন ধরে চলছিল। যাদের দায়িত্ব ছিল এটা বন্ধ করার কিন্তু তারা তা করেননি এই অপরাধের সমান দায় তাদের উপরও বর্তায়। আমাদের শাসন ব্যবস্থা, আমাদের আইন এটাই বলে।
যদি মাসুদ হত্যার দায় শুধু হাতি বা এর মাহুতের উপর চাপানো হয় আর যাদের নিস্ক্রীয়তায় এটা ঘটতে পেরেছে তারা যদি জবাবদীহিতার বাইরে থাকেন তাহলে বলা যেতেই পারে কিশোরগঞ্জ একটি অভিবাবকশূন্য জঙ্গলি জনপদ। যেখানে হাতিরা দল বেঁধে ঘুরে বেড়াবে, কিছুদিন পরে হয়তো সিংহ, হায়েনারা ঘুরে বেড়াবে তাদের হাতে মানুষ মারা যাবে। আর এসব হবে খুবই স্বাভাবিক ঘটনা।
Leave a Reply