1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৯:৩৪ অপরাহ্ন

নান্দাইলে চাচা ও ভাইদের অত্যাচারে অতিষ্ঠ নিরীহ স্কুল মাস্টারের পরিবার, বিচার চেয়েও পাচ্ছেন না প্রতিকার

স্টাফ রিপোর্টা, নান্দাইল, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ৯৮ বার পড়া হয়েছে
নান্দাইল: নিরীহ স্কুলমাস্টারের বসত ঘরের জায়গা দখল করে প্রতিপক্ষের ঘর নির্মাণ

 

ময়মনসিংহের নান্দাইল উপজেলার খারুয়া ইউনিয়নের হালিউড়া গ্রামের সৎ চাচা ও চাচাতো ভাইদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছে নিরীহ স্কুল মাস্টার জাকির হোসেন ও তার পরিবার। এছাড়া মাস্টারের বসতঘরের দরজার সামনে জোরপূর্বক দু-চালা ছোট্ট টিনের চালাঘর তৈরী করে জায়গা দখল, জমির পাকা ধান ও ৯০ হাজার টাকা মূল্যের রেন্ট্রি গাছ কেটে নেওয়াসহ নানাবিধ অত্যাচার-নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। জাকির হোসেন একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও নিরীহ ব্যক্তি হওয়ায় অত্যাচারীদের বিরুদ্ধে কোন ধরনের মারামারি বা কাটাকাটিতে না গিয়ে আইনের আশ্রয় নিলেও অজ্ঞাত কারণে এর কোন সুবিচার পাচ্ছেন না।

জানা গেছে, জাকির হোসেন হালিউড়া গ্রামের মৃত এবিএম সিদ্দিক মাস্টারের ছেলে। তিনি খারুয়া ইউনিয়নের ৯২নং বনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। অভিযোগে প্রকাশ , একই গ্রামের মৃত আছম উদ্দিনের পুত্র আ: কাদির, আ: মালেক, আ: মোতালিব ও মৃত আবু সাঈদের পুত্র আমান উল্লাহসহ তাদের পরিবারের লোকজন নানাবিধ অপকর্মের সাথে জড়িত ও খারাপ প্রকৃতির লোক হওয়ায় জাকির হোসেন মাস্টার সবসময় তাদেরকে এড়িয়ে চলেন। এই সুবাদে মাস্টারের জায়গা-জমি অবৈধভাবে দখলের উদ্দেশ্য ও অর্থ আত্মসাতের লক্ষ্যে একের পর এক উপুর্যপরি হামলা, ভাংচুর ও লুটপাট চালিয়ে যাচ্ছে। একপর্যায়ে গত দুই মাস আগে মাস্টার বাড়িতে না থাকার সুযোগে উল্লেখিত ব্যক্তিরা তার বসত ঘরের সামনে টিনের ঘর স্থাপন করে প্রতিবন্ধকতার সৃষ্টিসহ জোরপূর্বক জায়গা দখল করে, পাশাপাশি বাড়ির সামনে মাস্টারে ক্ষেতের পাকা ধান ভোর রাতে কেটে নিয়ে যায়। এ ব্যাপারে জাকির হোসেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ও থানা পুলিশকে জানালেও এর সুনির্দিষ্ট কোন প্রতিকার পাননি বলে জানান। একধিকবার মুচলেখা দেওয়ার পরেও অত্যাচারীরা অত্যাচার-নির্যাতন করেই যাচ্ছে। এছাড়া তিনি আরও বলেন, অত্যাচারীদের বিরুদ্ধে মামলা করায় মামলা তুলে নেওয়ার জন্য প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে তারা। এদের অত্যাচারের ভয়ে এলাকার কেউ মুখ খুলতে চায় না। বর্তমানে তাদের হাত থেকে রেহাই পেতে উর্ধ্বতন পুলিশ প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করছেন নিরীহ মাস্টার জাকির হোসন ও তার পরিবার। তবে এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং