কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় উৎসব মুখর পরিবেশে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
রবিবার, ২৩ জুন সকালে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে নেতৃবৃন্দ দেশ বিরোধী সকল অপশক্তি রুখে দেওয়ার দৃঢ় প্রত্যয় নিয়ে এই প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন।
এ সময় পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ও কিশোরগঞ্জ -২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের এমপি অ্যাডভোকেট সোহরাব উদ্দিন সভাপতিত্বে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সামছুদ্দোহা, ফরিদ আহমেদ, মাহবুব রহমান, উপজেলা আওয়ামী লীগের সদস্য আনোয়ার হোসেন আনার, বাবুল আহমেদ , উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক জুটুন, কটিয়াদী উপজেলা চেয়ারম্যান মঈনুজ্জামান অপু, কটিয়াদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন মিলন উপস্থিত ছিলেন। পাকুন্দিয়া উপজেলা পরিষদ চত্বরে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জনি নিবেদন করেন নেতাকর্মীগণ। বেলা ১২ টায় উপজেলা পরিষদ চত্বরে কেক কেটে দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগও ৯ ইউনিয়ন ও পৌর শাখা আওয়ামী লীগ নেতা কর্মীদের উপস্থিতিতে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়।
Leave a Reply