ময়মনসিংহের নান্দাইলে গ্রামীণ রাস্তার উপর বাঁধ দেওয়ায় সীমাহীন দুর্ভোগে ভুগছে পানিবন্দি ১০টি পরিবার। চরম দূর্ভোগের শিকার হওয়ার পরিবারগুলো সমাজের নিন্মবিত্ত হওয়ায় এ ভোগান্তির যেন শেষ নেই। এমনটি ঘটেছে নান্দাইল উপজেলার গাংগাইল ইউনিয়নের গাংগাইল বাজার সংলগ্ন পংকরহাটি খালপাড় গ্রামে।
সরেজমিন দেখা গেছে, গাংগাইল বাজার বাংলালিংক টাওয়ারের পাশ দিয়ে পংরকরহাটি গাংগাইল পাড়া মসজিদে যাওয়ার রাস্তার একপাশ ও রাস্তার মাঝখানে মাটি দিয়ে বাঁধ দেওয়া হয়েছে। এতে করে রাস্তার একপাশসহ আশপাশের ১০টি পরিবারের বাড়ি-ঘরে পানি উঠেছে।
স্থানীয় বাসিন্দা ছালাম ও রেজ্জাক নামে দুই প্রভাবশালী ব্যক্তি রাস্তার মধ্যে এ বাঁধ দিয়েছেন। তারা তাদের পুকুর রক্ষার জন্য নাকি এ কাজ করেছেন। ফলে ঘর থেকে বের হতে পারছে না পানিবন্দি ১০টি পরিবারের শিশু-কিশোর-বৃদ্ধ সহ অর্ধ শতাধিক মানুষ। বসতঘর, পাকঘর, গোয়ালঘরসহ বাড়ির সর্বত্রই থৈ থৈ করছে পানি। শুধু তাই নয় এ বাঁধ দিয়ে পানি আটকানোর কারণে পংকরহাটি খালপাড় জামে মসজিদের মসুল্লীগণ, এলাকার স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীসহ স্থানীয় বাসিন্দাদের পানি ও খাদা সংগ্রহে পেরিয়ে অতি কষ্টে যাতায়াত করতে হয়। ঈদ আনন্দ তো দূরের কথা অসহায় পরিবারগুলো তিন বেলা রান্না-বান্না, খাওয়া-দাওয়ায় ও রাত্রি যাপনে আতংকে দিন কাটাতে হচ্ছে। স্থানীয় বাসিন্দা সাত্তার, আব্দুল হাই, সোহেল, সুমন, রফিকুল ও রবিকুল জানান, ঈদের আনন্দ তো দূরের কথা, গত ঈদের আগে থেকে পানিবন্দি হওয়ায় একটু শান্তিতে ঘুমাতেও পারছেন না তারা। সবসময় সাপ-বিচ্ছুর আতংকে পরিবার পরিজন নিয়ে রাত কাটাতে হচ্ছে। এ দূর্ভোগ কি কোনদিন শেষ হবে না?
এ বিষয়ে প্রভাবশালী ছালাম ও রেজ্জাকের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। স্থানীয় ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট
আসাদুজ্জামান নয়নের সাথে সেলফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি আমি জেনেছি। শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply