1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৯:০০ পূর্বাহ্ন

ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: শনিবার, ১৫ জুন, ২০২৪
  • ১৭৪ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের ভালুকায় ময়মনসিংহগামী সড়কে একটি মালবাহী কার্গোট্রাক উল্টে গিয়ে একটি সিএনজি চালিত অটোরিকসার উপর পড়ে গেলে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন।

শনিবার, ১৫ জুন সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার ভরাডোবা ক্লাবের বাজার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত দুইজনের একজন সিএনজি চালিত অটোরিকসার চালক ও অপরজন অটোরিকসার চালক। নিহতদের মধ্যে অটোচালকের পরিচয় পাওয়া গেলেও যাত্রীর পরিচয় এখনো পাওয়া যায়নি।

নিহত সিএনজি অটোচালক আবদুল হালিম (৪০) ত্রিশাল উপজেলার বইলর গ্রামের আমির উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদের আগে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা অংশের ভরাডোবা ক্লাবের বাজার এলাকায় প্রায় এক কিলোমিটার সড়কের সংস্কারকাজ করতে গিয়ে ঢাকাগামী লেন বন্ধ রেখেছে সড়ক ও জনপথ বিভাগ। এতে দুরপাল্লার যাত্রীবাহী গাড়িসহ বিভিন্ন যানবাহন ইউটার্ন করতে গিয়ে দুর্ঘটনা ঘটে প্রায়ই হতাহতের ঘটনা ঘটছে। শনিবার সকালে ওই স্থানে ঢাকাগামী মালবাহী একটি কার্গোট্রাক ইউটার্ন করার সময় উল্টে ত্রিশালগামী একটি সিএনজিচালিত অটোরিকশার ওপর গিয়ে পড়ে। এ সময় অটোরিকশাটি দুমরে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই চালক আব্দুল হালিমসহ দুইজন নিহত হন।

ময়মনসিংহের ভালুকায় একটি মালবাহী কার্গোট্রাক ইউটার্ন করার সময় উল্টে গিয়ে সিএনজিচালিত অটোরিকশার ওপর পড়লে অটোরিকশাটি দুমরে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালকসহ দুইজন নিহত হয়েছেন।

ভালুকা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সিরাজুল ইসলাম বিডিচ্যানেল ফোরকে জানান, ঢাকাগামী একটি কার্গোট্রাক চাপায় নিহত সিএনজির চালক ও যাত্রীর লাশ উদ্ধার করে ভরাডোবা হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং