1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৪:১৩ পূর্বাহ্ন

নান্দাইলে ইউএনও’র অপসারণের দাবীতে সাংবাদিকদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার, নান্দাইল,ময়মনসিংহ।।
  • প্রকাশিত: বুধবার, ১২ জুন, ২০২৪
  • ১৮৩ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পালের দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের বিরুদ্ধে মামলার হুমকির প্রতিবাদে ও ইউএনও’র অপসারণের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার, ১২ জুন বেলা ১১টার দিকে নান্দাইল ঐক্যবদ্ধ সাংবাদিক ফোরামের আয়োজনে উপজেলা সদরে প্রেসক্লাব নান্দাইল কার্যালয়ের সামনে এ মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সাংবাদিক হান্নান মাহমুদের সভাপতিত্বে ও সাংবাদিক শামছ-ই-তাবরীজ রায়হানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, সাংবাদিক আজিজুর রহমান ভুইয়া বাবুল, রমেশ কুমার পার্থ, লেখক সাইদুর রহমান, এ হান্নান আল আজাদসহ সিনিয়র সাংবাদিকগণ।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, সরকারের আশ্রয়ণ প্রকল্পসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে নিজের লোক দিয়ে খুবই নিন্মমানের কাজ করিয়েছেন ইউএনও অরুণ কৃষ্ণ পাল। ইউএনও’র এই দুর্নীতির সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদেরকে মামলা সহ বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছেন ইউএনও। এমনকি বিগত উপজেলা নির্বাচনে পর্যবেক্ষক কার্ড প্রদানের নামে হয়রানিসহ সাধারণ জনগণকেও সেবা প্রদানে হয়রানি করেছেন। এছাড়া অভিযুক্ত ইউএনও’কে নান্দাইল থেকে অপসারণ সহ তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে জোর দাবী জানিয়েছেন মানববন্ধনে উপস্থিত নান্দাইলে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার অর্ধশতাধিক সাংবাদিক।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং