ফিলিস্তিনের ১৫ হাজার ৫’শ শিশুকে হত্যার দায়ে ইসরায়েলি সেনাবাহিনীকে কালো তালিকাভুক্ত করেছে জাতিসংঘ।
শুক্রবার, ৭ জুন এক সোশ্যাল মিডিয়া পোস্টে জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত গিলাদ এরদান বলেছেন, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সিদ্ধান্তের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি তিনি পেয়েছেন। রাষ্ট্রদূত জাতিসংঘের এই সিদ্ধান্তে তার ক্ষোভ প্রকাশ করেছেন।
রাষ্ট্রদূত আরো বলেন, আমি জাতিসংঘের লজ্জাজনক সিদ্ধান্তের প্রতিক্রিয়া জানিয়ে বলেছি আমাদের সেনাবাহিনী বিশ্বের সবচেয়ে নৈতিক। কালো তালিকাভুক্ত একমাত্র জাতিসংঘ মহাসচিব। যিনি সন্ত্রাসবাদকে উৎসাহিত করেন ইসরায়েলের প্রতি ঘৃণা পোষণ করেন।
জাতিসঙ্ঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেন, জাতিসঙ্ঘের এক কর্মকর্তা ইসরাইলি রাষ্ট্রদূতের সাথে দেখা করে জাতিসঙ্ঘের বার্ষিক ‘চিল্ড্রেন ইন আর্মড কনফ্লিক্ট’ প্রতিবেদনে ইসরাইলের তালিকাভুক্তির বিষয়টি জানান।
তিনি বলেন বিষয়টি যাতে সময়ের আগেই ফাঁস না হয় সেজন্য এমনটা করা হয়েছে। তিনি আরো জানান, আগামী ১৪ জুন বিষয়টি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উপস্থাপন করা হবে।
উল্লেখ্য, জাতিসংঘের কালো তালিকায় রাশিয়া, সিরিয়া ও সোমালিয়ার নাম রয়েছে। এছাড়া আইএস, আল শাবাব, তালেবান ও আল কায়েদার মত সংগঠন রয়েছে।
Leave a Reply