1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বুধবার, ২৬ মার্চ ২০২৫, ০৩:৩১ পূর্বাহ্ন

ইউএনও’র প্রেস বিফ্রিং বর্জন করলো নান্দাইলের পেশাদার সাংবাদিকরা

শহিদুল ইসলাম পিয়ারুল, স্টাফ রিপোর্টার, নান্দাইল (ময়মনসিংহ)
  • প্রকাশিত: শনিবার, ৮ জুন, ২০২৪
  • ১০৮ বার পড়া হয়েছে

ময়মনসিংহের নান্দাইলে কর্মরত পেশাদার সকল সাংবাদিক উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পালের প্রেস বিফ্রিং বর্জন করেছে।

শনিবার, ৮ই জুন ১২টায় নান্দাইল উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে উপজেলা প্রশাসনিক সভাকক্ষে আয়োজিত এ প্রেস বিফ্রিং বর্জন করা হয়।

জানা গেছে, নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পাল উপজেলায় যোগদানের পর থেকে সাংবাদিকদেরকে উন্নয়ন কাজের তথ্য প্রদানে অনিহাসহ বিভিন্নভাবে সাংবাদিকদেরকে হেয় প্রতিপন্ন ও বিরোপ আচরণ করে যাচ্ছেন। এছাড়া নান্দাইলে কর্মরত সাংবাদিকবৃন্দ ও সাধারণ জনগণও সেবা নিতে এসে তাঁর কার্যালয়ে প্রবেশদ্বারে সামনে থাকা আনসার সদস্যের ব্যাপক প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। শুধু তাই নয়, সম্প্রতি অতিবাহিত উপজেলা পরিষদ নির্বাচনে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ এর সাংবাদিক পর্যবেক্ষক নীতিমালা অনুসরণ না করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সাংবাদিক পর্যবেক্ষক নীতিমালা দেখিয়ে সাংবাদিকদেরকে পর্যবেক্ষক কার্ড প্রদানে ইচ্ছাকৃত হয়রানি করে। একপর্যায়ে সাংবাদিকগণ পর্যবেক্ষক কার্ড গ্রহন থেকে বিরত থাকেন। এরই প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও’র) আচরণে অসন্তুষ্ট হয়ে নান্দাইলে বিভিন্ন প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ ও সকল সাংবাদিকগ তাঁর আয়োজিত প্রেস বিফ্রিং বর্জন করতে বাধ্য হয়।

বিষয়টি ১৫৪ ময়মনসিংহ-৯ নান্দাইল আসনের সংসদ সদস্য ও  পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব মেজর জেনারেল অব: আব্দুস সালাম আরসিডিএস পিএসসি এবং তাঁর সহকারী উপসচিব মো. আব্দুল হামিদ মিয়াকে অবহিত করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং