কিশোরগঞ্জের বজিতপুরে ট্রেন থেকে নামতে গিয়ে পা পিছলে এক কিশোরের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার, ৬ জুন দুপুরে কিশোরগঞ্জ থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী এগারসিন্ধুর গোধূলি ট্রেনটি বাজিতপুর স্টেশনে থামার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তামিম ভূইয়া (১৩) বাজিতপুর উপজেলার মধ্যচন্দ্র গ্রামের জামান ভূইয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জথেকে ঢাকাগামী এগারসিন্ধুর গোধূলি ট্রেনটি বাজিতপুর স্টেশনে থামার আগেই তাড়াতাড়ি নামতে গিয়ে কিশোর তামিম পা পিছলে ট্রেনের নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যায়।
জানতে চাইলে ভৈরব রেলওয়ে থানার ওসি আব্দুল আলীম সিকদার বিডিচ্যানেল ফোরকে জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের ঠিকানায় তার আত্মীয়-স্বজনকে খবর পাঠানো হয়েছে।
Leave a Reply