1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০২:৫৩ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে ৫ লাখ ২১ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

আশরাফুল ইসলাম তুষার, চিফ রিপোর্টার
  • প্রকাশিত: রবিবার, ২৬ মে, ২০২৪
  • ৯৬ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের ২ হাজার ৯ শত ৩৪ টি কেন্দ্রে ৫ লাখ ২১ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল।
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে আগামী শনিবার (১ জুন) কিশোরগঞ্জে ৫লাখ ২১ হাজার ১০ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী ৫৯ হাজার ৮৭৫ জন শিশুকে একটি করে নীল রঙের ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ৪ লাখ ৬১ হাজার ১৩৫ জন শিশুকে একটি করে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।
রবিবার, ২৬ মে দুপুরে কিশোরগঞ্জের সিভিল সার্জনের কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে জেলা সাংবাদিক অবহিতকরণ সভায় এসব তথ্য জানানো হয়েছে।
এতে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম।
তিনি জানান, জেলার ১৩টি উপজেলার ইউনিয়ন ও পৌরসভার ৩৬৩টি ওয়ার্ডের মোট ২ হাজার ৯৩৪টি কেন্দ্রের মাধ্যমে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
এ জন্য স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও স্বেচ্ছাসেবী মিলে মোট ৫ হাজার ৮৬৮ জন দায়িত্ব পালন করবেন। এ সময় প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও জেলায় কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং