
হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পর প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবারকে দেশটির ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।
সোমবার, ২০ মে দেশটির আধাসরকারী বার্তা সংস্থা তাসনিম নিউজ এ খবর নিশ্চিত করে।
রবিবার উত্তর ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশে তাকে বহনকারী হেলিকপ্টারটি যখন বিধ্বস্ত হয় তখন দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেইনস আমিরাবদুল্লাহিয়ান, একজন প্রাদেশিক গভর্নরসহ বেশ কয়েকজন কর্মকর্তা ছিলেন। তারা সবাই নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
প্রেসিডেন্ট রাইসির মৃত্যুতে দেশটির সর্বোচ্চ নেতা খামেনি পাঁচ দিনের রাষ্ট্রিয় শোক ঘোষণা করেছেন। আগামী ৫০ দিনের মধ্যে নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও জানান খামেনি।
বিশ্ব ও আঞ্চলিক নেতারা রাইসি এবং আমিরাবদুল্লাহিয়ানের মৃত্যুর পর শোক প্রকাশ করেছেন।
তার জন্মভূমি মাসহাদে তাকে দাফন করা হবে। তার আগে আগামী বুধবার, ২১ মে রাজধানী তেহরানে রাষ্ট্রিয় মর্যাদায় তাকে চির বিদায় জানাবে ইরান। মঙ্গলবার তাবরিজ শহরে রাইসির প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।
Leave a Reply