1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৯:৪০ অপরাহ্ন

কিশোরগঞ্জে এসএসসিতে পাশের হার ৭৭.৩৪ শতাংশ, জিপিএ ৫ পেয়েছে ১ হাজার ৯৩৬ জন

আশরাফুল ইসলাম তুষার,চিফ রিপোর্টার।।
  • প্রকাশিত: রবিবার, ১২ মে, ২০২৪
  • ৪৭২ বার পড়া হয়েছে

 

সারাদেশে একযোগে প্রকাশিত হয়েছে ২০২৪ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল। এ বছর এসএসসির ফলাফলে কিশোরগঞ্জ জেলায় পাশের হার ৭৭.৩৪ শতাংশ এবং জেলায় জিপিএ-৫ এর সংখ্যা ১ হাজার ৯৩৬ জন।

কিশোরগঞ্জ মাধ্যমিক শিক্ষা অফিস থেকে প্রাপ্ত ফলাফলে এ বছর কিশোরগঞ্জ জেলা থেকে ২০২৪ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় অংশ নেয় ৩৮ হাজার ৬৬৮ জন শিক্ষার্থী। পরীক্ষার্থীদের মধ্যে পাশ করেছে ২৯ হাজার ৯২১ জন এবং শতকরা পাশের হার ৭৭.৩৪ শতাংশ।

এছাড়া এ বছর জেলায় মোট জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৯৩৬ জন। জেলায় সর্বোচ্চ ফলাফল অর্জন করেছে সরযূবালা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এ বিদ্যালয় থেকে ২৩৪ জন শিক্ষার্থী এবার এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ২৩৪ জনই কৃতকার্য হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ২০৬ জন। পাসের হার ১০০%।এরপর জেলায় দ্বিতীয় সর্বোচ্চ ফলাফল অর্জন করেছে কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়।

এ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ২৫০ জন শিক্ষার্থী।এদের মধ্যে পাস করেছে ২৪৮ জন।জিপিএ-৫ পেয়েছে ১৮২ জন। এ বিদ্যালয়টির পাসের হার ৯৯.২% শতাংশ।

জেলায় সব চেয়ে খারাপ ফলাফল করেছে চর টেরোটিকিয়া মৌজা বালিকা উচ্চ বিদ্যালয়। জেলার মোট ৪৪৬ টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৩৮ হাজার ৬৬৮ জন শিক্ষার্থী এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেয়।

রবিবার, ১২ মে সকাল সোয়া ১০টার দিকে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের সারসংক্ষেপ ও পরিসংখ্যান তুলে দেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

এরপর মাধ্যমিক ও সমমান পরীক্ষার ফল প্রকাশের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে ১১টায় ফলাফল নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান এবং অনলাইনে একযোগে প্রকাশ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং