কিশোরগঞ্জের করিমগঞ্জের উরদিঘী দাখিল মাদরাসার প্রতিষ্ঠাতা সদস্য মো: আবু জাহেদের দাফন সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার, ৯ মে রাত ১০ টার দিকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।মরহুম আবু জাহেদ করিমগঞ্জ উপজেলার মরিচখালীর বাসিন্দা।
মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে ও চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুম আবু জাহেদের নামাজে জানাজা শুক্রবার, ১০ মে বাদ জুমা উরদিঘী দাখিল মাদরাসার মাঠে অনুষ্ঠিত হয়।
নামাজে জানাজা শেষে মরহুমকে উরদিঘী কবরস্থানে দাফন করা হয়।
প্রতিষ্ঠাতা সদস্যের ইন্তেকালে মরিচখালী এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।নামাজে জানাজার পূর্বে সাইফুল ইসলামের সঞ্চালনায় সংক্ষিপ্ত স্মৃতি চারণে অংশ নেন,করিমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও করিমগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী নাসিরুল ইসলাম খান আওলাদ,করিমগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোজাম্মেল হক মাখন,গুনধর ইউপির কাজী আব্দুল খালেক,উরদিঘী মরিচখালী বাজার বণিক ও ভিট মালিক সমিতির সাধারণ সম্পাদক এরশাদ উদ্দিন,মরহুমের ছেলে সাগর প্রমুখ।
তাঁর মৃত্যুতে উরদিঘী দাখিল মাদরাসার পক্ষ থেকে সুপার মো:মাহতাব উদ্দিন গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের বিদেহী আত্নার মাগফেরাত কামনা করেছেন।
Leave a Reply