কিশোরগঞ্জ জেলা শহরে অভিযান চালিয়ে সাইবার অপরাধে জড়িত সন্দেহে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।
শনিবার,৪ মে বিকেল পৌনে ৪ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে ইসলামিয়া সুপার মার্কেটের “ভাই ভাই কম্পিউটার এন্ড মোবাইল টেকনোলজি”দোকান থেকে তাকেগ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৪টি চোরাই মোবাইল, IMEI পরিবর্তন করার ডিভাইস ও একটি ডেস্কটপ কম্পিউটার উদ্ধার করা হয়।
গ্রেফতার মো. মহসিন ভূঁইয়া(৩৬) কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার আটপাশা গ্রামের মৃত আবুল কালাম ভূঁইয়ার ছেলে।
এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিডিচ্যানেল ফোরকে বিষয়টি জানান, র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো.আশরাফুল কবির।
গ্রেফতার আসামির বিরুদ্ধে ১৮৬০ সালের পেনালকোড আইনের ৪১৩ ধারা তৎসহ সাইবার নিরাপত্তা আইন ২০২৩ এর ২২ ধারায় কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের হয়েছে।
Leave a Reply