ঢাকা মহানগর দক্ষিণ গণতন্ত্রী পার্টির থানা কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার, ৩ মে বিকাল ৫ টায় সিদ্দিক বাজারে বংশাল থানা সম্মেলন অনুষ্ঠিত হয়। নারী পুরুষ নির্বিশেষে অনেক কর্মীর উপস্থিতিতে বিশিষ্ট ব্যবসায়ী হাজী আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট. ভূপেন্দ্র ভৌমিক দোলন, যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ আহাম্মদ, সম্পাদক মণ্ডলীর সদস্য বাবু হরি প্রসাদ মিত্র, মিরাজুল ইসলাম জামান, কামরুল ইসলাম, কেন্দ্রীয় নেতা ড. নাজমুল করিম , ঢাকা মহানগর দক্ষিণ এর সাধারণ সম্পাদক আবুল শাদীদ আহমেদ সাদীসহ স্থানীয় নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে পার্টির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন দেশের বর্তমান অবস্থা এবং বিশ্ব পরিস্থিতি তুলে ধরে দেশে, দুর্নীতি, সন্ত্রাস, লুটপাট, সিন্ডিকেট ব্যবসা, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবন দুর্বিষহ করে তোলায় এর বিরুদ্ধে সারাদেশে আন্দোলন গড়ে তোলে মুক্তিযুদ্ধের চেতনা তথা অসাম্প্রদায়িক, সমাজতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান জানান। আন্তর্জাতিক সম্প্রদায়কে অবিলম্বে মার্কিন সাম্রাজ্যবাদের মদদ পুষ্ট হয়ে ইহুদিবাদী ইসরায়েল কর্তৃক প্যালেস্টাইনী জনগণের উপর হামলা ও হত্যাকাণ্ড বন্ধের জোর দাবী জানান।
সভায় অন্যান্য বক্তাগণও মুক্তিযুদ্ধের চেতনায় অস্প্রদায়িক ধর্ম নিরপেক্ষ শোষণহীন সমাজতান্ত্রিক সমাজ বিনির্মাণে সকল প্রগতিশীল শক্তির ঐক্যবদ্ধ হয়ে দুর্নীতি মুক্ত দেশ গড়ার আন্দোলন গড়ে তোলার আহবান জানান।
সম্মেলনে আগামী ২ বৎসরের জন্য ৪১ সদস্য বিশিষ্ট নতুন বংশাল থানা কমিটি গঠন করা হয়।
Leave a Reply