পাকুন্দিয়া উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেয়া প্রার্থীদের জন্য প্রতীক বরাদ্ধ করেছেন কিশোরগঞ্জ জেলা নির্বাচন অফিসার ও নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ মোরশেদ আলম।
মঙ্গলবার, ২৩ এপ্রিল সকাল ১০টায় তিনি প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন। নির্বাচনে চেয়ারম্যান পদে এমদাদুল হক জুটুন আনারস, একে এম দিদারুল হক দোয়াত-কলম, রফিকুল ইসলাম রেনু মোটরসাইকেল একে এম হাবিবুর রহমান চন্নু হেলিক্পটার, হাজী মকবুল কৈ মাছ প্রতীক পেয়েছেন। ভাইস-চেয়ারম্যান পদে আতাউর রহমান উড়োজাহাজ, ফজলুর হক তালা, হারুন রশীদ মাইক এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে শামছুনাহার আপেল , ললিতা আক্তার ফুটবল প্রতীক বরাদ্ধ পেয়েছেন।
প্রতীক বরাদ্দের আগে জেলা নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে নির্বাচনি আচরণবিধি নিয়ে প্রার্থীদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পাকুন্দিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে পাঁচ জন , ভাইস চেয়ারম্যান পদে তিনজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।
Leave a Reply