1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০৬:১০ পূর্বাহ্ন

পাকুন্দিয়ায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত 

এম এ হান্নান পাকুন্দিয়া( কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ১১২ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জে পাকুন্দিয়ায় যথাযথ মর্যাদায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে।

বুধবার, ১৭ এপ্রিল সকাল ১০ টায় ১৯৭১ সালের ১৭ এপ্রিল বাংলাদেশের প্রথম সরকারের শপথগ্রহণের ঘটনাকে স্মরণ করে  পাকুন্দিয়া উপজেলা প্রশাসনে উদ্যোগে  যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়। পাকুন্দিয়া উপজেলা পরিষদের  মিলনায়তনে দিবসটি উপলক্ষে তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা  অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ নিয়ে কিশোরগঞ্জ -২ পাকুন্দিয়া কটিয়াদী আসনে সংসদ সদস্য অ্যাডভোকেট সোহরাব উদ্দিন বলেন, মুজিবনগর দিবস বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসে অনন্য একদিন এবং মুজিবনগর বাঙালি জাতির বীরত্বের প্রতীক। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে এদিন কুষ্টিয়া জেলার মেহেরপুরের বৈদ্যনাথতলা গ্রামের আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার আনুষ্ঠানিকভাবে শপথগ্রহণ করে।পরে এ বৈদ্যনাথতলাকেই ঐতিহাসিক মুজিবনগর নামকরণ করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার ইউএনও  মো. বিলাল হোসেন, পাকুন্দিয়া সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ কফিল উদ্দিন, সহকারি কমিশনার (ভূমি) তানিয়া আক্তার, পাকুন্দিয়া মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ জসীমউদ্দীনসহ উপজেলা  বিভিন্ন দপ্তরের  কর্মকর্তারা ও প্রিন্ট মিডিয়া ইলেকট্রিক মিডিয়া সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং