কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলা ৭টি ইউনিয়ন নিয়ে গঠিত। যার উত্তরে অষ্টগ্রাম, দক্ষিনে ইটনা, পূর্বে হবিগঞ্জের আজমিরিগঞ্জ, এবং পশ্চিমে করিমগঞ্জ উপজেলা। যার জনসংখ্যা প্রায় ১ লক্ষ ৫০ হাজার।
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে বর্তমান মিঠামইন উপজেলা পরিষদ চেয়ারম্যান আছিয়া আলম, মিঠামইন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ শাহজাহান মিয়া, বিশিষ্ট সমাজ সেবক বোরহান উদ্দিন চৌধুরী (বুলবুল) ও শরীফ কামাল চেয়ারম্যান পদে প্রার্থী হবেন বলে বিভিন্ন মহল থেকে গুঞ্জন শুনা যাচ্ছে। আবার কেউ কেউ পোস্টার, ব্যানার সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে চেয়ারম্যান পদে প্রার্থীতার প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে।
ভাইস চেয়ারম্যান পদে শাফির উদ্দিন সহ অন্যান্য প্রার্থীগণ প্রার্থীতার ঘোষণা দিয়ে ঈদ শুভেচ্ছার মাধ্যমে প্রচার প্রচারণা করে যাচ্ছে। অপর দিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে রোকিয়া আক্তার মিনা, রমজান নেছা, রোকেয়া বেগম, হেলেনা আলম সহ অন্যান্য প্রার্থীরা প্রার্থীতার ঘোষণা দিয়ে শুভেচ্ছা বিনিময়সহ এলাকা নিজেদের অবস্থান তুলে ধরার চেষ্টা করছে। তবে শেষ পর্যন্ত কারা প্রার্থী হিসাবে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ভোট যুদ্ধে মাঠে কে কে থাকছেন তা জানতে তফসিল ঘোষণা পর্যন্ত অপেক্ষা করতে হবে।
Leave a Reply