1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১০:৪২ অপরাহ্ন

করিমগঞ্জে মোবাইলের দোকানে চুরি

দিলোয়ার হোসাইন নানক,করিমগঞ্জ (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
  • ৭৬০ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার মরিচখালী বাজারে একটি  মোবাইলের দোকানে টিনের চাল কেটে চুরির ঘটনা ঘটেছে। এসময়  ৪১ টি এন্ড্রয়েড মোবাইল,নগদ টাকাসহ প্রায় ৮ লাখ টাকার মালামাল চুরি হয়েছে বলে দাবি করেছেন দোকানের মালিক।

সোমবার, ৮ এপ্রিল রাতে  সামাদ টেলিকমের  দোকানে এ চুরির ঘটনা ঘটে।

দোকান মালিক এরশাদ উদ্দিন জানান,রবিবার, ৭ এপ্রিল রাত পৌনে ৯ টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে যান দোকান কর্মচারী হাসান। সকালে দোকানে এসে দেখতে পান সাটার ভিতর দিয়ে আটকানো। পরে সকালে সাটার খুলে ভেতরে গিয়ে দেখেন দোকানের অপ্পো,রিয়েলমি,টেকনো,জেডটিই,আইটেল,সেম্পনি, টুইনমক্স৭ টি ব্যান্ডের ৪১ টি নতুন মোবাইল,ক্যাশ ভেঙে নগদ ১ লাখ ২০ হাজার টাকাসহ প্রয়োজনীয় কিছু কাগজপত্র চুরি গেছে।

এঘটনায় নগদ অর্থসহ আনুমানিক  প্রায় ৮ লাখ টাকার মালামাল চুরি হয়েছে দাবি করে তিনি জানান,করিমগঞ্জ থানায় অভিযোগ করা হয়েছে।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো:মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন,পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চুরি যাওয়া মালামাল উদ্ধার ও চোরদের গ্রেফতার পুলিশ তৎপর রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং