রমজান মাসে পরস্পরের মধ্যে হৃদ্যতা ও আন্তরিকতার সম্পর্ক গভীর করতে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাধ্যমিক শিক্ষকদের কল্যাণে প্রতিষ্ঠিত সংগঠন পাকুন্দিয়া মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার,১ এপ্রিল সন্ধ্যায় পাকুন্দিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পাকুন্দিয়া সরকারি কলেজের অধ্যক্ষ মো. কফিল উদ্দিন, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. উমর ফারুক ভূঁইয়া, একাডেমিক সুপারভাইজার মো. শারফুল ইসলাম, এক্সিম ব্যাংক পাকুন্দিয়া শাখার ব্যবস্থাপক মো. আল-মামুন, পাকুন্দিয়া মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মো. রফিকুল ইসলাম, পাকুন্দিয়া মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সংগঠনের উপদেষ্টা আব্দুল হান্নান, আমজাত হোসেনসহ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক, কর্মচারী ও সংগঠনের সদস্যগণ।
ইফতার শেষে দেশ জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি এবং সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান।
Leave a Reply