1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৯:৩৫ অপরাহ্ন

সারাদেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ২৮৩ বার পড়া হয়েছে
ইটনায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

 

সারাদেশে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভির্যের সাথে মহান স্বাধীনতা  ও জাতীয় দিবস পালিত হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:

আমাদের ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি জানান, সারাদেশের ন্যায় কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, ব্যক্তি, মালিকানাধীন প্রতিষ্ঠান ও ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে ইটনা উপজেলা পরিষদ সংলগ্ন স্বাধীনতা স্মারকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। প্রথমে উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণের পর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক সংগঠনের পক্ষ থেকে স্বাধীনতা স্মারকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন, পুলিশ, আনসার ভিডিপি ও বিএনসিসির সদস্যগণের সমাবেশ ও অভিবাদন গ্রহণ করা হয় ।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঐতিহাসিক নেতৃত্ব এবং দেশের উন্নয়ন বিষয়ে আলোচনা সভা, মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের নিয়ে স্মৃতিচারণ ও সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়।  

ইটনা উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদ হোসেনের (ভারপ্রাপ্ত) সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৪ ইটনা, মিঠামইন, অষ্টগ্রামের সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইটনা উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান।

বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা রওশন আলী রশো, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম ঠাকুর, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস ছাত্তার প্রমুখ।

বক্তারা যুদ্ধকালীন সময়ের বিভিন্ন ঘটনার স্মৃতি চারণ করে আলোচনা করেন। জাতির শান্তি, সমৃদ্ধি, দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনা করে মসজিদ, মন্দির ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মুনাজাত ও প্রার্থনা করা হয়। সকল শিক্ষা প্রতিষ্ঠানে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনার সভার আয়োজন করা হয়। হাসপাতাল ও এতিম খানা সমূহে উন্নত মানের খাবার পরিবেশন, বিভিন্ন সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবন ও স্থাপনা সমূহে আলোকসজ্জাকরণ করা হয়।

এ ছাড়া দিনব্যাপি বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন, ইটনা সমাজ সেবা কর্মকর্তা সাইফুল ইসলাম।

পাকুন্দিয়া: বীর শহীদানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া

আমাদের পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি জানান, কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ও  যথাযোগ্য মর্যাদায় ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস’ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বুধবার  সকাল ৯ টায়  পাকুন্দিয়া ডিগ্রি কলেজ মাঠে শহীদ মিনারে পুস্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা করে উপজেলা প্রশাসন। পরে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসার বিল্লাল হোসেন , সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নূরে আলম খান, পাকুন্দিয়া সরকারী কলেজের অধ্যক্ষ মো. কফিল উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হারুন অর রশিদ জুয়েল, পৌর মেয়র নজরুল ইসলাম আকন্দ, , পাকুন্দিয়া থানা অফিসার ইনচার্জ ওসি ,আসাদুজ্জামান টিটু , সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মেজবাহ উদ্দিন ও মজিবুর রহমান প্রমুখ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

পরে পাকুন্দিয়া সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন শেষে পুলিশ, আনসার ও বিএনসিসির ডিসপ্লে প্রদর্শন, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আপ্যায়ন ও উপহার বিতরণ, হাসপাতাল ও এতিম খানায় উন্নত মানের খাবার পরিবেশন মসজিদ ও মন্দিরে বিশেষ প্রার্থনা করা হয়।

নান্দাইল: স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আওয়ামী লীগের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা

আমাদের নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি জানান,  ময়মনসিংহের নান্দাইল উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে পৃথক পৃথকভাবে ৫২তম মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার, ২৬ মার্চ নান্দাইল উপজেলা সদরে ৩১বার তোপধ্বনি ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়। পরে উপজেলা সদর স্মৃতিসৌধে উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামীলীগ ও বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়া নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পালের সভাপতিত্বে মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত ও চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে সম্বিলিত কুচকাওয়াজ শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

অপরদিকে নান্দাইল উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহান ও সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী নাজিম উল্লাহ লিটনের যৌথ নেতৃত্বে ময়মনসিংহ টু কিশোরগঞ্জ মহাসড়কে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বিশাল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নান্দাইল উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়।

এসময় সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক চৌধুরী স্বপন, ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন ভূইয়া, আওয়ামীলীগ নেতা সাইদুর রহমান, মুশফিকুর রহমান মুশফিক, উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু নাঈম ভূইয়া ফারুক, সাবেক ইউপি চেয়ারম্যান হাসিম উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ারুল হক, পৌর কাউন্সিলর ও প্যানেল মেয়র শফিকুল ইসলাম, সাবেক পৌর কাউন্সিলর শাহ আলম হেলিম মাহিন, উপজেলা কৃষকলীগের আহ্বায়ক হুমায়ূন কবীর চঞ্চল, যুগ্ম আহ্বায়ক বাচ্চু মিয়া, উপজেলা ছাত্রলীগ নেতা মাহবুব হাসান জয়, আমিনুল ইসলাম সাগর, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আফতাব উদ্দিন তুহিন, আওয়ামীলীগ নেতা আব্দুল লতিফ মাস্টার সহ আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আমাদের করিমগঞ্জ (কিশোরগঞ্জ) প্রতিনিধি দিলোয়ার হোসাইন নানক জানান, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কিশোরগঞ্জের করিমগঞ্জে বঙ্গবন্ধুর স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণের মাধ্যমে পালিত হয়েছে।

মঙ্গলবার, ২৬ মার্চ সকালে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। পরে বঙ্গবন্ধুর স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন করিমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারহানা আলী ও করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)মো:মিজানুর রহমান।

পরে করিমগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো:হান্নান মোল্লা,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা :আছমা আক্তার,বীর মুক্তিযোদ্ধা মো:ইকবালসহ সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ পুষ্পস্তবক অর্পণ করেন ।

এছাড়া উপজেলা আওয়ামী লীগ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন রাজনৈতিক দল,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পণ করে।পরে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়।করিমগঞ্জ উপজেলার অন্যান্য স্কুল-মাদরাসায় যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস পালনের খবর পাওয়া গেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং