গণতন্ত্রী পার্টির উদ্যোগে রাজধানীতে “মহান মুক্তিযুদ্ধে প্রগতিশীল শক্তির অবদান” শীর্ষক এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার, ২৩ মার্চ সকাল ১১টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবে জহুর হোসেন চৌধুরী হল রুমে এই আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
আলোচনাসভায় সভাপতিত্বে করেন গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা:শহীদুল্লাহ সিকদার।
গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলনের সঞ্চালনায় আলোচনাসভায় বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ. আ. ম. স. আরেফিন সিদ্দিক,বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি মন্জুরুল আহসান খান,বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য ও বি.এম.এ’র সাবেক সভাপতি বিশিষ্ট চিকিৎসক ডা:রশিদ-ই-মাহবুব,বাংলাদেশ সমাজতান্ত্রিক দল(বাসদ) সভাপতি বজলুর রশীদ ফিরোজ,গণতন্ত্রী পার্টির প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা জেড এ ওয়াহেদ, গণতন্ত্রী পার্টির নেতা খায়রুল আলম,বীর মুক্তিযোদ্ধা খান সিদ্দিকুর রহমান প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন গণতন্ত্রী পার্টির সম্পাদক মন্ডলীর সদস্য মিরাজুল ইসলাম জামান,কমল ঘোষ,ড.হালিম দাদ খান, অ্যাডভোকেট রফিক উদ্দিন পনির,ডা:আবুল কাশেম,সৈয়দা আফসানা আলতাফ শিল্পী,কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল আলীম,এনামুল হক চৌধুরী আলমাস মাস্টার,গণতন্ত্রী পার্টি নেতা ও সাংবাদিক আশরাফ আলী,গণতন্ত্রী পার্টি নেতা ও সাংবাদিক দিলোয়ার হোসাইন নানক,গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় নেতা ও চলচ্চিত্র পরিচালক, ইঞ্জিনিয়ার মন্জুরুল ইসলাম মেঘ,ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক আবুল সাদিদ আহমেদ সাদি, আব্দুল আজিজ,অসীম ভৌমিকসহ গণতন্ত্রী পার্টির বিভিন্ন পযার্য়ের নেতাকর্মীগণ।
আলোচনা সভায় দেয়া বক্তব্যে অধ্যাপক ডা:শহীদুল্লাহ সিকদার বলেন,মহান মুক্তিযুদ্ধে প্রগতিশীল শক্তির অবদানের সঠিক ইতিহাস তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে।
Leave a Reply