1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বুধবার, ২৬ মার্চ ২০২৫, ০৪:৪৮ পূর্বাহ্ন

স্বস্তি এসেছে ইটনার কাঁচাবাজারে  

ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: শুক্রবার, ২২ মার্চ, ২০২৪
  • ২৪৫ বার পড়া হয়েছে

 

রমজানের মাঝামাঝি সময়ে এসে স্বস্তি ফিরে এসেছে ইটনার কাঁচাবাজারে।বেশ কমে এসেছে বিভিন্ন সবজীর দাম।  

ইটনা উপজেলা সদরসহ বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা যায় প্রতি কেজি টমেটো ২০ টাকা, আলু ৩০ টাকা, মিষ্টি আলু ২৫টাকা, লাউ বড় সাইজ ৩০ টাকা, লাল ডিম ৪০ টাকা হালি, হাঁসের ডিম ৫০ টাকা হালি, কাচা মঁরিচ ২০ টাকা কেজি, পেঁপে ৩০ টাকা, করল্লা ৪০ টাকা, মিষ্টি কুমড়া ২০ টাকা, সিম ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজার ঘুরে সবজি ক্রেতা শাফায়েত হোসেনের সাথে স্বাক্ষাত হলে তিনি বলেন, তরকারী বাজারে ইতিমধ্যে স্বস্তি ফিরে এসেছে। এতে করে আমরা খুবই খুশি। তিনি আরও বলেন, মাঝখানে তরকারী কেনা ছেড়ে দিয়েছিলাম। তবে এ দাম কতদিন স্থিতিশীল থাকে সে জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আব্দুল আলী বলেন, তরকারী বাজারে স্বস্তি ফিরে এসেছে এতে খুব ভালো লাগছে। সুমন মিয়া বলেন, তরকারী বাজারে ইতিমধ্যে স্বস্তি ফিরে আসলেও আরও অপেক্ষা করতে হবে। সে দাম কতদিন স্থায়ী হয়।

স্থানীয় কৃষকদের উৎপাদিত সবজী বাজারে আসায় কাঁচাবাজার স্থিতিশীল হয়েছে বলে মনে করছেন এলাকার সচেতন মহল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং