গাজীপুর জেলার একটি হত্যামামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।
গ্রেফতার মো. আলম কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার দ্বাড়িয়াকান্দি মধ্যপাড়া এলাকার মৃত মুলকুত মিয়ার ছেলে।
সোমবার, ১৮ মার্চ রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজধানীর বংশাল থানাধীন আগা মসীহ মসজিদের সামনের এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মামলার বিবরণী থেকে জানা যায়, ২০০৭ সালে গাজীপুর জেলার টঙ্গী থানা এলাকায় ভিকটিম মো. সফর উদ্দিনের কাছ থেকে টাকা ও মোবাইল ছিনতাইয়ের সময় মো. আলম(৪২) অন্যান্য আসামিদের সহযোগিতায় ভিকটিমের কাছে থাকা টাকা ও মোবাইল ছিনতাই করে ভিকটিমকে শ্বাসরোধ করে হত্যা করে।
ওই ঘটনায় টঙ্গী থানায় ১টি হত্যা মামলা দায়ের করা হয়। যা টংগী থানার মামলা নং-৫(১১)০৭, তারিখ ০৩/১১/২০০৭, ধারা-৩৯৪/৩০২। উক্ত মামলাটি পর্যালোচনা করে বিজ্ঞ আদালতে আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত গত ২০১৬ সালে মামলার আসামি মো. আলমকে যাবজ্জীবন সাজা প্রদান করে এবং ১০,০০০/-(দশ হাজার) টাকা জরিমানা করেন। সাজা থেকে বাঁচতে আসামি কিশোরগঞ্জ ছেড়ে বিভিন্ন জায়গায় তার নাম ও ঠিকানা পরিবর্তন করে পালিয়ে বেড়াচ্ছিলেন। তাকে গ্রেফতারের জন্য র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী শুরু করে এবং সর্বশেষ ডিএমপি ঢাকার বংশাল থানা এলাকায় তার অবস্থান নিশ্চিত করে এবং সেখান থেকেই তাকে গ্রেফতার করে।
গ্রেফতার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানায় হস্তান্তর করা হয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডিচ্যানেল ফোরকে জানান, র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির।
Leave a Reply