কিশোরগঞ্জের করিমগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযথ মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে শুরু হয় দিবসটির কার্যক্রম।
সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা আলী,করিমগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো:হান্নান মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা :আছমা আক্তার,করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রিয়াদ শাহেদ রনি, করিমগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আহসানুল জাহিদ, করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)মো:মিজানুর রহমান,দেহুন্দা ইউপি চেয়ারম্যান আবু হানিফ,করিমগঞ্জ উপজেলা পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো:মাহবুব আলম,করিমগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির উদ্দিন মিল্কী,বীর মুক্তিযোদ্ধা মো: ইকবালসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
রবিবার, ১৭ মার্চ সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া দিবসটি উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ দোয়া, এতিমখানা, হাসপাতাল,থানার হাজতখানায় বিশেষ খাবার বিতরণসহ নানা ধরনের অনুষ্ঠানের উদ্যোগ গ্রহণ করে উপজেলা প্রশাসন।
Leave a Reply