1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১০:২৮ অপরাহ্ন

জ্বালানী ছাড়া বিদ্যুৎ উৎপাদন করলেন কাঠমিস্ত্রি রতন

আশরাফুল ইসলাম তুষার, চিফ রিপোর্টার।।
  • প্রকাশিত: শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ২২৬ বার পড়া হয়েছে
জ্বালানী ছাড়া বিদ্যুত উৎপাদন করে তাক লাগানো কাঠমিস্ত্রি রতন

 

কিশোরগঞ্জে ওজনশক্তি মেশিন দিয়ে কোন জ্বালানী ছাড়াই বিদ্যুৎ উৎপাদন করে তাক লাগিয়েছেন কাঠমিস্ত্রি রতন। দিন আনে দিন খায় এমন অবস্থা কাঠমিস্ত্রি রতনের। নুন আনতে পান্তা ফুরায় এমন অবস্থা। তবু আবিষ্কারের নেশা তাকে দিনরাত তাড়িয়ে বেড়ায়। সপ্তাহে ৭ দিনের মধ্যে ৪ দিন বিভিন্ন ফার্নিচারের দোকানে  কাঠমিস্ত্রির কাজ করেন রতন। আর বাকি ৩ দিন তার গবেষণা নিয়ে পড়ে থাকেন। কোন বিদ্যুৎ সংযোগ ছাড়াই কাঠ ও লোহা দিয়ে তৈরি ওজন শক্তি মেশিন দিয়ে তিনি বিদ্যুৎ উৎপাদন করে বৈদ্যুতিক বাল্ব জ্বালাতে সক্ষম হয়েছেন।

কিশোরগঞ্জ সদর উপজেলার চরশোলাকিয়া এলাকার সাহাপাড়ায় কাঠমিস্ত্রি রতনের ভাড়া বাসায় গিয়ে দেখা গেছে এমন দৃশ্য। জরাজীর্ণ ভাড়া ঘরে তিনি তার গবেষণা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। ঘরের অর্ধেকটা জুড়ে তিনি তার জিনিসপত্র দিয়ে তৈরি করেছেন ওজন শক্তি মেশিন। কাঠ ও লোহা দিয়ে তৈরি ওজন শক্তি মেশিনের উপর ভারি বস্তু রেখে চাকা ঘুরালেই উৎপাদন হয় বিদ্যুৎ। এ বিদ্যুৎ দিয়ে বৈদ্যুতিক বাল্ব জলে। কাঠমিস্ত্রি রতন জানান,দীর্ঘদিনের চেষ্টার ফলশ্রুতিতে তার এ কার্যক্রম কিছুটা সফল হয়েছে।সরকারি বেসরকারি সাহায্য সহযোগীতা পেলে তার এ কার্যক্রম আরো অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবেন বলেও জানান তিনি।

স্থানীয় বাসিন্দা আবুল কালাম আজাদসহ অন্যরা জানান,কাঠমিস্ত্রি রতন আবিষ্কারের নেশায় যে কাজটি করেছেন অর্থাৎ বিদ্যুৎ উৎপাদন করে বাল্ব জ্বালিয়েছেন তা দেখে আমরা অভিভূত হয়েছি। আশা করি তিনি আরো অনেক দূর এগিয়ে যাবেন।সরকারী বা বেসরকারি সাহায্য সহযোগীতা পেলে তিনি আরো ভাল কিছু করবেন বলে আমরা আশা করি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং